227811

বাংলাদেশের সামনে ২৯৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো আয়ারল্যান্ড

ডেস্ক রিপোর্ট : আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দুই ফাইনালিস্ট নিশ্চিত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হবে আগামী শুক্রবার। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও স্বাগতিক আয়ারল্যান্ড। ডাবলিনের ক্লোনটার্ফে বিকাল ৩টা ৪৫মিনিটে শুরু হয়েছে ম্যাচটি।

নিয়ম রক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিং পছন্দ করেছেন আয়ারল্যান্ডের দলনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। ফলে শুরুতে ফিল্ডিং করতে হচ্ছে মাশরাফিদের। বাংলাদেশ দলে ৪ পরিবর্তন এসেছে। সৌম্যের পরিবর্তে লিটন, মিরাজের পরিবর্তে মোসাদ্দেক, মিঠুনের পরিবর্তে সাইফউদ্দীন এবং মুস্তাফিজের পরিবর্তে রুবেল হোসেন।

বাংলাদেশ দলের সামনে ২৯৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। পল স্টার্লিংয়ের শতক (১৩০) ও পোর্টারফিল্ডের (৯৪) নার্ভাস নাইন্টিতে ভর করে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৯২ রান তুলেছে আইরিশরা।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই ৫ উইকেট শিকার করেছেন। তাছাড়া সাইফউদ্দীন ২টি এবং রুবেল একটি উইকেট নিয়েছেন।

আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং, জেমস ম্যাককুলাম, অ্যান্ডি বালবার্নে, উইলিয়াম পোর্টারফিল্ড, কেভিন ও’ব্রাইন, গ্যারি উইলসন, মার্ক অ্যাডাইর্ন, জর্জ  ডকলের, পল র‌্যানকিন, ব্যারি মাকগার্থি ও জর্জ লিটল।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, আবু জায়েদ রাহী, মোহাম্মদ সাইফউদ্দীন ও রুবেল হোসেন। আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.