226619

নিজের দুঃসময়ে রোনালদোকে পাশে পেলেন নেইমার

ডেস্ক রিপোর্ট : পিএসজির ফরোয়ার্ড নেইমার ফরাসি কাপের ফাইনালে রেনের বিপক্ষের সমর্থকের সঙ্গে বাজে আচরণ করায় তিন ম্যাচ নিষিদ্ধ হলেন। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) নেইমারের বিরুদ্ধে করা অভিযোগ খতিয়ে দেখে এ সিদ্ধান্ত দিয়েছে।

তিন ম্যাচের এই নির্বাসনের সঙ্গে নেইমারের দু’ম্যাচের ‘সাসপেন্ডেড’ নির্বাসনও হয়েছে। সোমবারের পর থেকে এই শাস্তি কার্যকর হবে। যার অর্থ দাঁড়াচ্ছে, তিনি শনিবার ফরাসি লিগ ওয়ানে অঁসির বিরুদ্ধে খেলতে পারবেন। তবে লিগের শেষ দু’টি ম্যাচে জিঁজো ও ঘাঁসের বিরুদ্ধে পারবেন না। ফরাসি ফুটবল সংস্থার শাস্তির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষিপ্ত পিএসজি আবেদন করবে।

তাদের কথায়, এই সিদ্ধান্ত ‘নিষ্ঠুরতম’। নেইমার নতুন মৌসুমে পিএসজি’র প্রথম ম্যাচেও খেলতে পারবেন না। যে ম্যাচ হবে আগস্টে সেই রেনের বিরুদ্ধেই। তবে ‘সাসপেন্ডেড’ নির্বাসন থাকায় নেইমারের পিএসজি’র পরের দু’টি ম্যাচে মাঠে নামায় কোন সমস্যা থাকছে না।

এদিকে, পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন নেইমারের। তিনি বলেছেন, ‘‘ফুটবলে সমালোচনা থাকবেই। আমরা ফুটবলারেরা এটা নিয়ে কিছুই করতে পারি না। নেইমার আমার চোখে ছোট বাচ্চা ছেলের মতো। কিন্তু অসম্ভব বুদ্ধিমান ছেলে। অসাধারণ প্রতিভাও। এখন দরকার ধারাবাহিকতা দেখিয়ে ওর আবার নিজের জায়গাটা পোক্ত করার। কে না জানে, দু’বার নেইমার খুব বাজে চোট পেয়েছে। অথচ সেটার জন্যও দেখছি ওর সমালোচনা হচ্ছে।’’

রোনালদোর আরও বলেন, ‘‘এই ধরনের সমালোচনা খুবই অন্যায়। আমার কিন্তু ওর উপর পুরো আস্থা রয়েছে। দেখবেন একদিন আবার নেইমার নিজেকে আগের জায়গায় প্রতিষ্ঠিত করবে।’’

নেমারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা কতটা জানতে চাওয়া হলে রোনালদোর প্রতিক্রিয়া, ‘‘এটা নিয়ে সত্যিই আমি কিছু জানি না। আমার জানার কথাও নয়। তবে অনেক দিন থেকেই এই বিষয়টা নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। চলছে নানা ধরনের গুজব ছড়ানোও। তবে আমার মনে হয় না, ওর রিয়ালে যাওয়ার ব্যাপারে তেমন সদর্থক কোন ঘটনা ঘটেছে বলে।’’

সঙ্গে রোনালদো আরও বলেছেন, ‘‘নেইমার একজন অবিশ্বাস্য প্রতিভাবান ফুটবলার। যে কোন ক্লাবই ওকে দলে নিতে চাইবে। কিন্তু এই মুহূর্তে ও ক্লাব বদলাবে বলে আমার মনে হয় না।’’ বিডি প্রতিদিন

পাঠকের মতামত

Comments are closed.