226662

নারী আইপিএলে খেলার অনুভূতি জানালেন বাংলাদেশের জাহানারা

ডেস্ক রিপোর্ট : প্রথমবারের মতো টুর্নামেন্ট আকারে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ তথা নারী আইপিএলের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে ভেলোসিটির হয়ে খেলছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা জাহানারা আলম।

টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে জাহানারার ভেলোসিটি। আজ (শনিবার) রাত ৮টায় সুপারনোভার বিপক্ষে শিরোপার জন্য লড়বেন জাহানারা-মিথালিরা। এর আগে বৃহস্পতিবার রাতে একই দলের বিপক্ষে ১২ রানে হেরেছিল ভেলোসিটি। সে ম্যাচে ৪ ওভার বোলিং করে ৩৪ রান খরচ করেছিলেন জাহানারা।

আজকের ফাইনালে আবারও মুখোমুখি হতে যাচ্ছে সুপারনোভা এবং ভেলোসিটি। সে ম্যাচে মাঠের লড়াইয়ের আগে কথার লড়াইয়ে মুখোমুখি হয়েছেন সুপারনোভার কিউই পেসার লিয়া তাহুহু এবং ভেলোসিটির বাংলাদেশি পেসার জাহানারা আলম।

যেখানে দুজনই জানিয়েছেন নারী আইপিএলে তাদের খেলার অভিজ্ঞতার কথা। পাঠকদের জন্য জাহানারার বক্তব্য তুলে ধরা হলো:

‘আমরা এখন তাদের (সুপারনোভা) শক্তি-দুর্বলতা সম্পর্কে জানি। আসলে আমি এবারই প্রথম তাদের (তাহুহুকে দেখিয়ে) বিপক্ষে খেলছি, আগে কখনো এদের সঙ্গে খেলা হয়নি। তবে এক ম্যাচ খেলায় তাদের শক্তির জায়গাটা আমার জানা হয়েছে।

শিখা পান্ডের (ভারতীয় পেসার) সঙ্গে কথা হয়েছে আমার। সে খুবই ভালো একজন মানুষ, আমাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছে। আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। সে আমাকে বলেছে কীভাবে ভারতের ব্যাটারদের বিপক্ষে বল করা উচিৎ, কারণ সে নিজ দেশের ব্যাটারদের ভালো জানে। এছাড়া বিদেশী ব্যাটসম্যানদের ব্যাপারেও অনেক পরামর্শ দিয়েছে আমাকে।

এখানে আসার আগে আমি অনেক শুনেছি যে জয়পুর খুব সুন্দর শহর, একে গোলাপি শহর বলা হয়। তবে কখনো সেভাবে ঘুরে দেখার সুযোগ হয়নি। আর টুর্নামেন্টের কথা বলতে গেলে আপাতত এটি প্রদর্শনীমূলক ম্যাচ। তবে আমরা সামনের দিকে চেয়ে আছি কারণ শীঘ্রই এটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরে রূপ নেবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নেয়া দারুণ এক পদক্ষেপ এটি। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’

পাঠকের মতামত

Comments are closed.