226079

৮০ পেরোনো মায়ের ঠাঁই হলো গোয়াল ঘরে

ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুর উপজেলার বাঘড়ি গ্রামের বাসিন্দা ৯০ বছর বয়সী অন্ধ সরবানু। গত তিন বছর ধরেই মশার কামড় খেয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন গোয়াল ঘরে। শুধু তাই নয়, নিয়মিত জুটছে না তার খাবার। এভাবেই বিনাচিকিৎসায় গোয়ালঘরে জীবনের বাকিটা সময় পার করছেন এ বৃদ্ধা।

স্বামীর ভিটার উত্তর পাশে রয়েছে একটি পরিত্যক্ত গোয়ালঘর। ঘড়টির চারপাশ প্লাস্টিকের বস্তা দিয়ে ঘেরা, আশপাশে ময়লা-আবর্জনার স্তূপ। সেখানেই একটি ভাঙা চৌকিতে শুয়ে দিন কাটান অন্ধ ও অচল সরবানু। একজন বৃদ্ধার এমন করুণ দশা দেখলে যে কারও মন ডুকরে কেঁদে উঠবে।

ওই বৃদ্ধার প্রতিবেশী আকলিমা আক্তার সেলিমা বলেন, এ ঘরটি বসবাসের জন্য একেবারে অযোগ্য। কী গরম কী শীত! মশার সঙ্গে এভাবেই দিনযাপন করছেন সরবানু।

জানা গেছে, উপজেলার বাঘড়ি এলাকার মৃত তাহের মল্লিকের স্ত্রী সরবানু। তার তিন ছেলে ও দুই মেয়ে। মেয়েরা পরের ঘরে চলে গেছেন। বড় ছেলে কয়েক বছর আগে মারা গেছেন। বাকি দুই ছেলে দিনমজুর।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার দুঃখ প্রকাশ করে বলেন, এ বৃদ্ধার বিষয়ে আমি জানতে পেরে দেখতে গিয়েছিলাম তাকে। সন্তানরা তাকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে আজ এমন অচল হতেন না তিনি। ঝালকাঠির জেলা প্রশাসককে জানানো হয়েছে। সরবানুকে দ্রুত শিশুসদনে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি।

পাঠকের মতামত

Comments are closed.