225748

“সাবাস মুখ্যমন্ত্রী মমতা সাবাস”

ডেস্ক রিপোর্ট : পার্সটুডের নিয়মিত আয়োজন থেকে নেয়া। টেকনোলজি এন্ড লাইফস্টাইল পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
আজকের আসরের প্রথম ইমেইল এসেছে বাংলাদেশ থেকে। পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানে পুরনো শ্রোতা ভাই ডা. এস এম এ হান্নান।

বহলুল: এটাকে ঠিক চিঠি না বলে তামাকের বিরুদ্ধে লেখা ক্ষুদ্র নিবন্ধ বলা যেতে পারে। তাই না?

বহলুল ভাই, আপনি শ্রোতাদের চিঠি নিয়ে কথা বলবেন আর তা ঠিক হবে না এমনটা কি কখনো হয়েছে? হ্যাঁ নিবন্ধের নাম দেয়া হয়েছে অভিশাপেরর নাম তামাক। এরপর লেখা হয়েছে, জনস্বাস্থ্যের জন্য এটি একটি হুমকি। তামাক বাবদ যে অর্থ ব্যয় হয়,তা পুষ্টি খাতে ব্যয় করলে দেশের সার্বিক স্বাস্থ্য খাতের পরিস্থিতি পাল্টে যেত। তামাক বন্ধ করা গেলে ক্যান্সার ও ফুসফুসের নানা রোগ থেকে রক্ষা পেত বিপুলসংখ্যক মানুষ।

বহলুল:অতি অল্প কথায় খুবই ভালো কথা বলেছেন। ক’দিন আগে ঢাকার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. খাদিজা রহমান সোনিয়া কি বলেছিলেন মনে আছে?

মনে রাখার দরকার কি বরং শুনে নেই তিনি কি বলেছেন। বাংলাদেশে কোন ক্যান্সারে বেশি মানুষ মারা যায় তাই জানতে চাওয়া হয়েছিল তার কাছে। জবাব তিনি বলেন,……..

সুতরাং তামাক,সিগারেট, বিড়ি বা জর্দা, গুলসহ সব তামাক জাত পণ্য ব্যবহার থেকে সবাই বিরত থাকবেন। আর জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে আনার জন্য ভাই ডা. এস এম এ হান্নান আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বহলুল: এদিকে আমার কিন্তু আজ ভারতের ছত্তিশগড়ের পুরনো শ্রোতা ভাই আনন্দ মোহন বাইনের কথা শুনতে ইচ্ছা হচ্ছে।

একই ইচ্ছা আমারও হচ্ছে। তাহলে আর কি আসুন শুনি তিনি বলেন। এ শ্রোতাভাই কথার শুরুতেই নিজের পরিচয় দিয়েছেন।

বহলুল: দেখেন এ জন্যেই আমি বলি কি রেডিও আপনাদের বন্ধু বাড়ায়। রেডিও শুনুন বন্ধু বাড়ান!

আমাদের সবার মনের কথা এটি। হ্যাঁ এতোক্ষণ ছত্তিশগড়ের পুরনো শ্রোতা ভাই আনন্দ মোহন বাইনের কথা শুনছিলেন। ধন্যবাদ ভাই বাইন। ভবিষ্যতে আপনার সঙ্গে আরো কথা বলার আশা রইল।

বহলুল: তাহলে এবারে নজর দেবো না মানে আমি নই। আপনিই দেবেন।

ধন্যবাদ বহলুল ভাই। হ্যাঁ তাহলে এবারে রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে নজর দিচ্ছি। হ্যাঁ যতদিন বাঁচব কারও ঘরে আগুন জ্বালাতে ও দাঙ্গা বাঁধাতে দেবো না শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২২ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,আমি সব করব কিন্তু দাঙ্গা বাঁধাতে দেবো না। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

ফেসবুক গ্রুপে এ খবরে আলোড়ন সৃষ্টি হয়েছে। আর প্রতিনিধিত্বশীল মন্তব্য করেছেন মো ইউসুফ আলী। তিনি লিখেছেন, সাবাস মুখ্যমন্ত্রী মমতা সাবাস।

বহলুল:সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও সাবাস ভাই ইউসুফ আলী। সাবাস অন্য সব মন্তব্যকারী বন্ধুকেও।

এদিকে দায়েশের ১৩ সন্ত্রাসীকে আটক করেছে ইরান শীর্ষক খবর প্রকাশিত হয়েছে ২২ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অন্তত ১৩ সন্ত্রাসীকে আটক করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দারা। এসব সন্ত্রাসী ইরানের পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশে হামলার পরিকল্পনা করছিল।

বহলুল: ফেসবুক গ্রুপে এ খবর হৈচৈ ফেলে দিয়েছে তাই না!

তা কি আর বলতে হয়। ভাই আমিন মোহাম্মদ ভাইয়ের মতো অনেকে এ জন্য ইরানকে অভিনন্দন জানিয়েছেন। অন্য দিকে আগে তথ্য তারপর পথ্য শীর্ষক ব্যাঙ্গ এবং অর্থপূর্ণ মন্তব্য করেছেন ভাই জাভেদ মির্জা।

বহলুল: মানুষ যে জেগে আছে চমৎকার সব মন্তব্যের মধ্য দিয়ে সে কথাই আবার পরিষ্কার হয়ে উঠল। এদিকে আসরের সময় শেষ হয়ে এসেছে। পার্সটুডে

পাঠকের মতামত

Comments are closed.