225910

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ভারত: আজহারউদ্দিন

অনলাইন সংস্করণঃ- ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপে ভারতই চ্যাম্পিয়ন হবে বলে দৃঢ় বিশ্বাস সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আজহারউদ্দিনের। বিরাট কোহলির দল এবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলে হতাশ হবেন বলে জানালেন টিম ইন্ডিয়ার সাবেক এই অধিনায়ক।

ওয়ানডেতে নয় হাজারের উপরে রান করা আজহারউদ্দিনের মতে, ভারতের বিশ্বকাপ দলকে ভারসাম্যপূর্ণ হয়েছে। দুইবারের চ্যাম্পিয়নদের জন্য শিরোপা জেতা ছাড়া যে কোনও ফলই হতাশাজনক হবে। বিশ্বকাপে ভারতের সামনে খুব ভাল সুযোগ রয়েছে। কারণ আমরা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল পেয়েছি। আমাদের ভালো বোলার আছে; আছে ভালো ব্যাটসম্যান। তাছাড়া সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ফিল্ডিং অনেক উন্নতি করেছে।

৩০ মে পর্দা উঠবে বিশ্বকাপের। সাউথ্যাম্পটনে ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। দলটি চূড়ান্ত সাফল্য পাবে বলে বিশ্বাস আজহারউদ্দিনের, ‘ভারত বিশ্বকাপ না জিতলে আমি হতাশ হব। আমি আশা করি আমরা বিশ্বকাপ নিয়ে আসব।’

এবারের আইপিএলে তেমন ফর্মে নেই টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক হিসেবে কোহলির রান না পাওয়ার ব্যাপারটি বিশ্বকাপে প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনবার বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়া আজহারউদ্দিন। তিনি বলেন, ‘ওঠা ও নামা জীবনে ঘটবে। কিন্তু তার (কোহলির) রেকর্ড এবং পরিসংখ্যান দেখুন, সেখানে চিন্তার কোনও কারণ নেই। আমি মনে করি সেও বিশ্বকাপের জন্য তার সেরাটা বাঁচিয়ে রেখেছে।

 

সূত্র বিডি জার্নালঃ

পাঠকের মতামত

Comments are closed.