225501

রমজানে প্রতিটি ট্রেনে সেহরি-ইফতারের পাশাপাশি নামাজেরও ব্যবস্থা থাকছে

ডেস্ক রিপোর্ট : প্রতিবারের মতো এবারও রমজান মাসে ট্রেনে সেহরি,ইফতারের ব্যবস্থার পাশাপাশি নামাজের স্থানও থাকবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

রেলওয়ে দপ্তরের ফেসবুক পোস্টে রমজানের শুভেচ্ছা জানিয়ে কর্তৃপক্ষ বলছে, ঢাকা হতে যে সকল যাত্রীরা দেশের বিভিন্ন গন্তব্যে রাতের ট্রেনে যাত্রা করবেন বা বিভিন্ন গন্তব্য হতে রাতের ট্রেনে ঢাকা আসবেন তারা চাইলে খুব সহজেই ট্রেনে সেহরি করতে পারবেন।

প্রতিটি আন্তঃনগর ট্রেনে একটি করে খাবার গাড়ী সংযুক্ত আছে। যাত্রার শুরুতেই খাবার গাড়ীর ম্যানেজার বা তাদের প্রতিনিধিকে আপনার চাহিদার কথা জানিয়ে রাখবেন। আপনি সেহরিতে কি খেতে চান বা তাদের মেন্যুতে কি আছে আগে থেকেই জেনে রাখুন।

সেখানে আরও বলা হয়, প্রতিবারের ন্যায় এবারও রেলওয়ে কর্তৃপক্ষ ভাত, সব‌জি, মাছ, মুরগীসহ বিভিন্ন মেন্যুর আয়োজন করবে। এলএইচবি রেক ছাড়া প্রায় প্রতিটি ট্রেনে মুসল্লীগণের ইবাদতের সুবিধার্থে অজুখানাসহ নামাজ রুমের ব্যবস্থা আছে।

এছাড়া দিনের যাত্রায় প্রতিটি ট্রেনে ইফতারের ব্যবস্থাও থাকবে। তবে সেটিও আগেই বুফে কার ম্যানেজার বা তাদের প্রতিনিধিদের জানিয়ে রাখতে হবে। আর দাম নিয়ে কারো অভিযোগ থাকলে আগেই খাবারের দাম জিজ্ঞাসা করে নিতে হবে। আওয়ার ইসলাম

পাঠকের মতামত

Comments are closed.