225521

ঠান্ডা আবহাওয়া অজুহাত ছাড়া কিছুই না : মাশরাফি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে যেখানে তীব্র তাপমাত্রা সেখানে আয়ারল্যান্ডে গত কয়েক দিন ধরে ১১ ডিগ্রি উঠানামা করছে। আবহাওয়ার সাথে মানিয়ে নিতে সমস্যায় হচ্ছে বাংলাদেশ দলের তার প্রমাণ মিলে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হারায়। তবে টাইগারদের তৃতীয় প্রতিপক্ষ ঠান্ডা আবহাওয়াকে ম্যাচ হারার জন্য দায়ী করতে রাজি নয় দলপতি মাশরাফি বিন মুর্তজা। উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের মূল মিশন শুরু করার আগে তিনি জানিয়েছেন ঠান্ডা আবহাওয়া শুধু অযুহাত ছাড়া কিছুই না।

মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে হয় না এই ঠান্ডা আমরা মানিয়ে নিতে পারবো। এখানে যারা থাকে তারাও ঠান্ডার সঙ্গে লড়াই করে। তাই ঠান্ডার সময়ে এটা মানিয়ে নেয়ার সুযোগ নেই। মানসিকভাবে শক্ত হতে হবে। ঠান্ডায় খেলা মূলত এটা অজুহাত ছাড়া আর কিছু হবে না। তাই এটাকে মানিয়ে নিয়েই খেলতে হবে।’

প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি মাশরাফির। তার অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। তিনি প্রস্তুতি ম্যাচে দারুণ এক অর্ধশতক হাঁকিয়ে প্রতিকূল আবহাওয়াতেও ভালো খেলার উদাহরণ সৃষ্টি করেছেন।

উল্লেখ্য, আজ উন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা। ডাবলিনে বাংলাদেশ সময় ম্যাচটি বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে।

পাঠকের মতামত

Comments are closed.