225256

বিশ্বের সবচেয়ে দামি রিসর্ট এটা , এক রাতের ভাড়া কোটি টাকা

রিবাতুল ইসলাম : ফিলিপাইনের একটি ব্যক্তিগত রিসর্ট। স্বর্গের সাথে তুলনা করা যায়। সেখানে একটি রাত কাটিয়ে আসতে হলে আপনাকে গুণতে হবে ৭৬ হাজার ব্রিটিশ পাউন্ড। এক ব্রিটিশ পাউন্ড সমান বাংলাদেশের ১১১ টাকা ১৫ পয়সা। এবার হিসাব কষে দেখুন কত দিতে হবে আপনাকে। বলা যায় বিশে^র সবচেয়ে খবরবহুল রিসর্ট এটি। দ্বীপটিতে ৬টি সৈকতমুখী ভিলা রয়েছে। এক একটি ভিলায় রয়েছে ৪টি বেডরুম। বানওয়া প্রাইভেট আইল্যান্ড নামে পরিচিত এ দ্বীপটিতে জমির পরিমাণ হচ্ছে ১৫ একর। মোট ৪৮ জন রিসর্টটিতে রাত কাটাতে পারবেন। দি সান

প্রতিটি ভিলা বা বাড়িতে রয়েছে সুইমিং পুল, বাগান ঘেরা ১২টি শয়ন কক্ষ। রয়েছে জ্যাকুজি টাবে গোসলের বন্দোবস্ত। ম্যানিলা থেকে দুই ঘন্টার সময়ে হেলিকপ্টারে উড্ডয়ন করে যাওয়া যায় বানওয়া প্রাইভেট আইল্যান্ডে। রিসর্টে রয়েছে কাছের সুলু সাগর থেকে শিকার করা মাছের খাবার। আপনার ডাকের অপেক্ষায় রয়েছে প্রশিক্ষিত সব শেফ আর স্টাফ। সব্জি রাঁধতে খুবই পটু এসব রন্ধনশিল্পী। আর এসব সব্জি এসেছে অর্গানিক খামার থেকে। দ্বীপ থেকে আহরিত মধু খেতে পারবেন আপনি। তবে পানীয়র দিকে হাত বাড়ালেই একটু বেশি অর্থাৎ ৩৬ হাজার মার্কিন ডলার গুনতে হবে আপনাকে। বানওয়া প্রাইভেট আইল্যান্ডের ওবেসাইটে বলা হয়েছে এটি এমন এক নির্জন দ্বীপ যে আপনার জন্যে অপেক্ষা করছে এবং যেখানে সময় স্থির হয়ে থাকে আপনার জন্যে। পড়ন্ত বেলায় সূর্যের ডুবে যাওয়া দৃশ্য উপভোগের পর অন্ধকার দূর করতে জ¦লে ওঠে লন্ঠন এক সাঁঝের মায়া নিয়ে। যত খুশি স্পা ট্রিটমেন্ট ও প্রহরীর সেবা আপনি বিনামূল্যে পাবেন। এছাড়া সাগরে সাঁতার কাটা, জেট স্কাইকিং, স্কুবা ডাইভিং, নৌকা চালানো, ইয়োগা ও টেনিস খেলার রয়েছে বিশেষ সুযোগ। এছাড়া স্থানীয় প্রানি বৈচিত্র সম্পর্কে বিশেষজ্ঞরা আপনাকে ধারা বর্ণনার মধ্যে দিয়ে নিয়ে যাবে ভিন্ন এক জগতে।

ম্যানিলা থেকে দ্বীপটিতে যেতে নয় আসনের সি প্লেনে জন প্রতি ভাড়া পড়বে ৯৯০ ডলার এবং পাঁচ যাত্রীর কপ্টারে জনপ্রতি দিতে হবে ১১ হাজার ৫৮০ ডলার। তিন থেকে পাঁচ রাত্রি পর্যন্ত থাকতে ওই রিসর্ট ভাড়া করতে পারবেন।

পাঠকের মতামত

Comments are closed.