225341

গম্ভীরের মাথায় সমস্যা আছে চিকিৎসার জন্য পাকিস্তান যেতে বললেন আফ্রিদি

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের মধ্যে কাঁদা ছুড়াছুড়ি থামার কোনো লক্ষণ নেই। যদিও শুরুটা করেছিলেন আফ্রিদিই তার পাল্টা জবাব দিয়েছিলেন গম্ভীর। প্রেক্ষিতে বসে রইলেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক। এবার সাবেক ভারতীয় ওপেনারকে বিঁধলেন তিনি। সদ্য প্রকাশিত হয়েছে আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’। এতে তিনি লেখেন, গম্ভীরের কোনো ব্যক্তিত্ব নেই। সে প্রচ- উদ্ধত।

শুধু তাই নয়, সাবেক ভারতীয় অধিনায়ককে নিয়ে আফ্রিদি আরো লেখেন, ওর মতো ছেলেদের করাচিতে আমরা ‘সরিয়ল’ (বদমেজাজি) বলে ডাকি। আমার কাছে ব্যাপারটা খুব সহজ। আমি হাসিখুশি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ পছন্দ করি। সে আগ্রাসী না প্রতিদ্বন্দ্বী, তাতে কিছু যায় আসে না। তবে তাকে ইতিবাচক হতে হবে। কিন্তু গম্ভীর সেরকম নয়।

মুখ বুজে থাকেননি গম্ভীর। সেই আক্রমণের জবাবে টুইটবার্তায় তিনি জানান, আফ্রিদির কোনো মনোবিদ দেখানো প্রয়োজন। এবার এর পাল্টা জবাব দিলেন বুমবুমখ্যাত ক্রিকেটার। করাচিতে নিজের বইয়ের উদ্বোধনে এসে তিনি বললেন, ‘আমার মনে হয়, গম্ভীরেরই কোনো সমস্যা আছে। আমি এখন কয়েকটা হাসপাতালের সঙ্গে কাজ করছি। তাই আমি তার জন্য পাকিস্তানে চিকিৎসার ভালো ব্যবস্থা করতে পারব।’

গম্ভীরের জন্য ভিসার ব্যবস্থা করে দেয়ারও প্রস্তাব দিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘ভারত সরকার সাধারণত খুব সহজে পাকিস্তানের মানুষকে ভিসা দেয় না। তবে আমি প্রতিবেশি দেশটি থেকে প্রত্যেককে আমাদের দেশে স্বাগত জানাব। আমাদের সরকার ও মানুষ সবসময়ই ভারতীয়দের স্বাগত জানিয়েছে। আর পাকিস্তানে গৌতমের চিকিৎসা করার জন্য আমি ভিসার ব্যবস্থা করে দেব।’ আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.