224798

ত্রিদেশীয় সিরিজের খেলা কখন, কোথায়

অনলাইন সংস্করণঃ- আয়ারল্যান্ডের মাটিতে ঠিক বিশ্বকাপের আগেই অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ আর স্বাগতিক আয়ারল্যান্ড লড়বে এই সিরিজে। বিশ্বকাপের আগে হওয়াতে, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভীষণ কাজে দিবে এই সিরিজ।

পহেলা মে বাংলাদেশ চলে যায় আয়ারল্যান্ডে। পাঁচ তারিখ ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি। আগামী সাত তারিখ বাংলাদেশ প্রথম খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

রাজধানী ডাবলিনের মালাহাইড এবং ক্লনটার্ফে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলো ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

৫ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লন্টার্ফ

৭ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ

৯ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহাইড

১১ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহাইড

১৩ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহাইড

১৫ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ

১৭ মে: ফাইনাল, মালাহাইড

 

সূত্র দৈনিক আমাদের সময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.