224600

গৌতম গম্ভীরকে ব্যক্তিত্বহীন ও ক্রিকেটের কলঙ্ক বললেন আফ্রিদি

অনলাইন সংস্করণঃ- সম্প্রতি প্রকাশিত হওয়া পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ বইয়ে ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকে ব্যক্তিগত শত্রু হিসেবে তুলে ধরে ব্যক্তিত্বহীন আখ্যায়িত করেন। গম্ভীর প্রসঙ্গে লিখতে গিয়ে আফ্রিদি যেন সমালোচনার বন্যা বইয়ে দেন। গম্ভীরকে অসুস্থ মানসিকতার উল্লেখ করে ক্রিকেটের কলঙ্ক বলতেও দ্বিধা করেননি তিনি।

দুজনের মাঠে কিংবা মাঠের বাইরের লড়াইটা বেশ পুরোনো। ভারত-পাকিস্তান ম্যাচে বোলার আফ্রিদিকে গম্ভীরের পিচের উপর ধাক্কা দেওয়া থেকে শুরু করে, উত্তপ্ত বাক্য বিনিমিয়, টুইটারে খোঁচাখোঁচি যেন লেগেই থাকতো। ক্রিকেটারদের ব্যক্তিগত দ্বন্দ্বের উদাহরণ টানতে গেলেও তাদের দুজনের নাম আসতো সবার আগেই। তবে এবার বিতর্কিত এই আগুনে ঘি ঢেলে দিলেন আফ্রিদি নিজেই।

৩৯ বছর বয়সী পাকিস্তানি এই সাবেক অধিনায়ক তার আত্মজীবনীতে নিজের বয়স উপস্থাপন করতে গিয়ে বয়সের গড়মিল পাকিয়ে এমনিতেই আছেন শিরোনামে। এরপর বইয়ের পাতা উল্টাতেই আসবে তার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম ইস্যু গম্ভীর বিতর্ক। অনেকটা নিজের ক্ষোভ উগরে দিয়েই লিখেছেন গম্ভীরকে নিয়ে। প্রতিটি লাইনেই ছিল গম্ভীরের প্রতি অবজ্ঞা আর খোঁচা।

গম্ভীর প্রসঙ্গে লিখতে গিয়ে গম্ভীরকে ব্যক্তিগত ব্যক্তিত্বহীন বলার পাশাপাশি উল্লেখ করেন দাম্ভিক হিসেবে, ‘শত্রুতা কখনো ব্যক্তিগত হয়, কখনো পেশাগত হয়। গম্ভীরের সাথে পুরোটাই ব্যক্তিগত পর্যায়ের। ওর মানসিকতার সমস্যা চিরকালের। গম্ভীরের কোনো ব্যক্তিত্বই নেই। ওকে বলা যায় ক্রিকেটের জন্যই বড় লজ্জার। ওর রেকর্ডও আহামরি নয়, সম্পূর্ণটাই ওর দাম্ভিকতা।’

৩৭ বছর বয়সী ভারতীয় সাবেক ওপেনার গম্ভীরের নিজেকে জাহির করার মানসিকতা আফ্রিদির একদমই পছন্দ নয় বলে লিখেন নিজের বইটিতে। গম্ভীরের এমন নেতিবাচক মানসিকতাকে করাচি শব্দ ‘সরিয়াল’ উল্লেখ করে আফ্রিদি জানান আগ্রাসী হলেও তার পছন্দ ইতিবাচক মানসিকতা।

গেম চেঞ্জারে আফ্রিদি আরও লিখেছেন, ‘গম্ভীরের আচরণ এমন যেন সে ডন ব্র্যাডম্যান ও জেমস বন্ডের সংমিশ্রণ। করাচিতে এমন লোকদের আমরা সরিয়াল বলি। আমি খুশি ও ইতিবাচকদের পছন্দ করি, তারা আগ্রাসী আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও সমস্যা নেই। কিন্তু গম্ভীরের কোন ইতিবাচক দিক নেই, ওর পুরোটাই নেতিবাচকতা।’ ক্রিকেট নাইন্টি সেভেন।

 

সূত্র আমাদেরসময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.