224357

হিন্দি না জানায় বাংলাদেশি নারীকে বিএসএফের নির্যাতন

অনলাইন সংস্করণঃ- হিন্দি না জানায় এক বাংলাদেশি নারী যাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এমনকি তাকে আহত করা হয়েছে বলেও অভিযোগ করেন ফুলসুরাত খাতুন নামে ওই নারী।

গতকাল বুধবার সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন সংলগ্ন বিএসএফ চেকপোস্টে এ ঘটনা ঘটে।

ফুলসুরাত খাতুন অভিযোগ করে বলেন, ‘গত ২৮ এপ্রিল চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম। বুধবার সকালে ভারত থেকে ফেরার পথে ঘোজাডাঙ্গা বন্দরে পৌঁছালে বিএসএফ সদস্যরা আমার ব্যাগ তল্লাশি করে। এ সময় তারা হিন্দিতে বিভিন্ন প্রশ্ন করতে থাকে কিন্তু আমি হিন্দি ভাষা বুঝি না বলে উত্তর দিতে পারিনি। পরে তারা আমাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে কয়েক ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তাদের হস্তক্ষেপে আমাকে সেখান থেকে মুক্তি দেওয়া হয়। এ ঘটনার পর আমি ভারতীয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর তাৎক্ষনিক আমরা বিএসএফ কর্তৃপক্ষকে চিঠি পাঠাই। পরে ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাকে বাংলাদেশ নিয়ে আসা হয়। এ ঘটনায় বিএসএফ ভুল শিকার করে দুঃখ প্রকাশ করেছে।

 

 

সূত্র দৈনিক আমাদের সময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.