224263

ঝালকাঠিতে ফণি মোকাবেলায় ব্যাপক প্রস্ততি

অনলাইন সংস্করণঃ- ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলা ব্যাপক প্রস্ততি প্রহণ করেছে জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জরুরি প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পুলিশ প্রশাসন, রেড ক্রিসেন্ট, এনজিও, শিক্ষা বিভাগসহ কমিটিভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য চাল, প্যাকেটজাত খাবার ও নগদ টাকা মজুদ রেখেছে। এছাড়া ২৮টি সাইক্লোন শেল্টার ও ৪৫টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসাবে প্রস্তুত রাখা হয়েছে।

জেলার ৪ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় একটি ও চার উপজেরায় চারটি জরুরি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

 

সূত্র বিডি জার্নালঃ

পাঠকের মতামত

Comments are closed.