223824

যারা জার্সিকে পাকিস্তানি মনে করে, তাদের পাকিস্তানেই থাকা উচিৎ : পাপন

অনলাইন সংস্করণঃ- আসন্ন ক্রিকেট বিশ্বকাপে টাইগারদের প্রকাশিত জার্সিকে যারা ‘পাকিস্তানের জার্সি’ মনে করেন, তাদেরকে পাকিস্তানেই থাকা উচিৎ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জার্সি নিয়ে কথা বলতে গিয়ে পাপন এ মন্তব্য করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বলেন, ‘পাকিস্তানের পতাকা এই জার্সির সাথে চিন্তা করার কোনো অবকাশই নেই। যারা করছে আমি আপনাদেরকে একটা কথা বলছি, বাংলাদেশ যেখানে লেখা আছে, সেখানে পাকিস্তান মনে করবে কীভাবে। টাইগারের ছবি যেখানে আছে, বিসিবির লোগো আছে। তারপরও কেউ এটাকে যদি বাংলাদেশ মনে না করে পাকিস্তান মনে করে, ওর পাকিস্তানেই থাকা উচিৎ।’

বিশ্বকাপ জার্সি গায়ে গতকাল সোমবার মিরপুরে ফটোসেশনে আসেন টাইগাররা। এরপর সেই জার্সি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। আমাদের সময়’র ফেসবুক পেজ থেকে করা লাইভেও অনেকেই মন্তব্য করেন। তাদের মধ্যে নেতিবাচক মন্তব্যই বেশি ছিল। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সি নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। অনেকেই প্রশ্ন রেখেছেন, জার্সিতে লাল রং কই? টাইগারদের জার্সিকে অনেকেই আবার ‘পাকিস্তানের জার্সি’ বলে মন্তব্য করেছেন।

ব্যাপক সমালোচনার মুখে অবশেষে আগের সেই জার্সি পরিবর্তন করে লাল রং যুক্ত করার ঘোষণা দেয় বিসিবি। আজ সংবাদ সম্মেলনে এ কথা জানান পাপন।

ভারত, দক্ষিণ আফ্রিকা ও অষ্ট্রেলিয়ায়র উদাহরণ টেনে নাজমুল হাসান পাপন বলেন, ‘অন্যান্য দেশে জাতীয় পতাকার সাথে জার্সির কোনো সম্পর্ক নাই। আপনি অস্ট্রেলিয়া দেখেন, আপনি সাউথ আফ্রিকা দেখেন, আপনি ভারত দেখেন, কোথাও নেই।’

জাতীয় পতাকার সঙ্গে জার্সির মিল থাকতে হবে এটাকে ভুল ধারণা হিসেবে অবহিত করে পাপন বলেন, ‘জাতীয় পতাকার সাথে জার্সির সম্পর্ক টেনে আমার মতে সম্পূর্ণ ভুল ধারণা।

 

সূত্র আমাদের সময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.