223615

ভক্তদের চাপে পড়ে বিশ্বকাপের ‘ফালতু’ জার্সি বাতিল ঘোষণা করলেন বিসিবি সভাপতি পাপন

আক্তারুজ্জামান : গতকাল সোমবার বিকালে বাংলাদেশ দলের জার্সি উন্মোচিত হয়েছিল। ২০১৯ বিশ্বকাপের জন্য নতুন ডিজাইনের এ জার্সি প্রকাশিত হওয়ার পরই সমালোচনার মুখে পড়ে। কেননা লাল-সবুজের দল হিসেবে খ্যাত বাংলাদেশ দলের জার্সিতে পুরোপুরি সবুজ থাকলেও কোথাও লালের ছোঁয়া ছিল না। ফলে সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

ওই জার্সি প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এক রকম ধুঁয়ে ছেড়ে দিতে থাকেন বিসিবি ও ডিজাইনারকে। পাকিস্তানের জার্সির সাথে মিলে যাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। ফলে একরকম চাপে পড়ে বিসিবি। এছাড়াও নেটিজেনরা সর্বকালের ‘ফালতু জাসি’ অ্যাখ্যা দেন এটাকে।

তবে রাত ১২ টার দিকে বিসিবি প্রকাশিত ওই জার্সি বাতিল ঘোষণা করেছে। একাত্তর টেলিভিশনে টকশো চলাকালীন সময়েউ হঠাৎ বিসিবি সভাপতি ঘোষণা দেন ‘সাধারণ দর্শকের আবেগেরে প্রতি শ্রদ্ধা রেখে প্রকাশিত জার্সি বাতিল করা হলো।’

অর্থাৎ গতকাল প্রকাশিত জার্সিটি পরে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলবে না। নতুনভাবে কোন জার্সি  প্রকাশ করতে হবে।

পাঠকের মতামত

Comments are closed.