223627

বিশ্বকাপের জার্সি পছন্দ না হওয়ায় ফটোসেশনে অংশ নেননি সাকিব!

আক্তারুজ্জামান : আর মাত্র ৩০ দিন পরেই ইংল্যান্ডে শুরু হবে ক্রিকেটের মহাযজ্ঞ। এরই মধ্যে সব দল সেখানে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে। পাকিস্তান তো চলেই গেছে। দল ঘোষনাসহ সব কাজই গুছিয়ে ফেলেছে দেশগুলো। বাংলাদেশ দলও গতকাল তাদের শেষ অনুশীলনে নেমেছিল। এরপরই বিশ্বকাপের জন্য উন্মোচিত জার্সি পরে ফটোশুট হয়। কিন্তু অবাক কাহিনী এই ফটো সেশনে ছিলেন না জাতীয় দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

দলের সঙ্গে সাকিব না থাকা এবং বিশ্বকাপের জার্সি পছন্দ না হওয়ায় গতকাল থেকে সামাজিক মাধ্যমগুলোতে এক রকম ঝড় বয়ে যায়। নেটিজেনরা বিসিবি ও সাকিবকে রীতিমত ধুঁয়ে ছেড়ে দেয়। যদিও রাত ১২টার দিকে উন্মোচিত জার্সি বাতিল ঘোষণা করেছে বিসিবি।

কিন্তু সাকিব কেন ছিলেন না? তিনি তো আইপিএল থেকে দেশে ফিরেছেন। এমনকি গতকাল শেষ অনুশীলনে দলের সঙ্গে যোগ দিতে মিরপুরেও গিয়েছিলেন। কিন্তু এতো কাছে গিয়েও কেন ফটো সেশনে এলেন না?

জানা গেলো আসল কারণ। মূলত বিশ্বকাপের জার্সি সাকিবের পছন্দ না হওয়ায় বিশ্বকাপ দলের ফটো সেশনে ছিলেন না তিনি। গতকাল রাতে একটি বেসরকারী টেলিভশন চ্যানেলে টকশো চলাকালীন এমনটাই জানানো হয়।

পাঠকের মতামত

Comments are closed.