223533

মুসলিম গণহত্যা বন্ধে দ্বিতীয়বার হজ বয়কটের আহ্বান লিবিয়ার গ্র্যান্ড মুফতির

অনলাইন সংস্করণঃ- লিবিয়ার গ্র্যান্ড মুফতি সাদিক আল-ঘারিআনি মুসলিমদের প্রতি দ্বিতীয়বার পবিত্র হজ ও ওমরা বয়কট করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, যারা মক্কায় গিয়ে দ্বিতীয়বার হজ ও ওমরা করার পরিকল্পনা করছেন, তারা যেন এই কাজ থেকে বিরত থাকেন।

লিবিয়ার টিভি চ্যানেল ইয়ান লিবিয়ায় মুফতি সাদিক এ আহ্বান জানান বলে রোববার খবর দিয়েছে মরক্কো ওয়ার্ল্ড নিউজ।

তিনি বলেন, বছরে একবার যারা হজ অথবা ওমরা করেছেন। তারাই যদি আবার দ্বিতীয়বার একই ইবাদত করতে চান, নিশ্চিতভাবেই ভাল কাজের পরিবর্তে তারা পাপ কাজে লিপ্ত হচ্ছেন।

এমন ফতোয়ার পেছনে যুক্তি তুলে ধরে মুফতি সাদিক বলেন, ‘হজ করার জন্য আপনাকে অবশ্যই সৌদি আরবকে অর্থ দিতে হচ্ছে। আর সেই অর্থেই দেশটির শাসকরা বিশ্বব্যাপী মুসলিমদের সঙ্গে অপরাধ করছে।’

তিনি বলেন, ‘সৌদি শাসকেরা হজের এই অর্থ ইয়েমেন, লিবিয়া, সুদান, তিউনিশিয়া ও আলজেরিয়ায় মুসলিম গণহত্যায় ব্যবহার করছে।’

ভিডিও বার্তায় গ্র্যান্ড মুফতি বলেন, ‘পৃথিবীর এমন কোনো মুসলিম দেশ নেই যারা সৌদি আরবের ক্ষতির মুখে পড়েনি।’
তিনি জোর দিয়েই জানান, আল্লাহর কাছে এজন্য সম্পূর্ণ দায় নিয়েই আমি এই ফতোয়া দিয়েছি।

 

সূত্র পরিবর্তনঃ

পাঠকের মতামত

Comments are closed.