222584

মুশফিকের শটে কপাল ফাটলো রোডসের, শট ভালো থাকায় খুশি কোচ

ডেস্ক রিপোর্ট : আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল ছিলো ব্যাটিংয়ের অনুশীলন। নেটে ব্যাটিং প্র্যাকটিস করছিলেন মুশফিক। পাশের নেটে সবকিছু তদারকি করছিলেন টাইগারদের কোচ স্টিভ রোডস। এমন সময় মুশফিকের ব্যাট থেকে সজোরে আসা এক শট আঘাত করে রোডসকে। মুশফিকের ব্যাট থেকে আসা বল একটি লোহার পাইপে লেগে দিকবদল হয়ে রোডসের চোখের উপরে, কপালের বাঁপাশে আঘাত করে।

আঘাত পাওয়ার পর রোডসের কপালে ছোটখাটো প্লাস্টার লাগাতে হয়েছে। যদিও এই চোট গুরুতর কিছু নয়। টাইগারদের গুরু শিষ্য মুশফিকের এমন শটে মুগ্ধ। নিজের কপাল ফেটে যাওয়ার হতাশার চেয়েও তার উচ্ছ্বাসই যেন বেশি।

দিনের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সামনে আসেন রোডস। সংবাদ সম্মেলন চলাকালে তার কপালে ছোটখাটো ব্যান্ডেজ দেখা যায়। আগ্রহী সাংবাদিকদের কৌতূহলী প্রশ্নের জবাবে কনফারেন্স শেষে এ নিয়ে খোলামেলা কথাও বলেছেন। তাতে জানিয়েছেন, জোরালো শটে চামড়া কেটে গেলেও মুশফিকের উপর কোনো আক্রোশ নেই তার, বরং দারুণ শট দেখে খুশি এই ইংরেজ কোচ।

সংবাদ সম্মেলনে রোডস বিশ্বকাপে দলের সামর্থ্য ও প্রত্যাশা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘খুব ভালো একটি দল বিশ্বকাপে যাচ্ছে। বাংলাদেশের ভালো করা কঠিন হবে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে অন্য দেশগুলো সম্মান করে। তারা জানে বাংলাদেশের দিনে তারা জিততে পারে। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করেছি, উইন্ডিজ সিরিজে ভালো করেছি। আমরা এমন একটি দল যারা শীর্ষ দলগুলোকে হারাতে পারে। নকআউটে খেলতে হলে আমাদের সেরাটাই ঢেলে দিতে হবে।’ আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.