222489

ভাগ্য তো খারাপ, এ আর নতুন কি : ইমরুল

অনলাইন সংস্করণঃ- বছরের শুরুতে নিউজিল্যান্ড সিরিজে জায়গা হয়নি, এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপ স্কোয়াড থেকেও বাদ পড়েছেন।

জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসের রঙিন জার্সিতে অভিষেক হয় ২০০৮ সালে। দলে আসা যাওয়ার মধ্যে থাকায় ১১ বছরে মাত্র ৭৮ ম্যাচ খেলেছেন। জাতীয় দলে বরাবরই উপক্ষিত থাকেন ইমরুল। এ কয়টি ওয়ানডেতে ইমরুলের গড় ৩২.২ করে। ৭১.১০ স্ট্রাইক রেটে ইমরুলের সর্বোচ্চ রান ১৪৪। মোট রান ২৪৩৪।

বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে কী ভাবছেন ইমরুল?

সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেছেন বাদ পড়া নিয়ে। পাঠকদের জন্য তার সাক্ষাৎকার তুলে ধরা হলো…

প্রশ্ন : বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ায় আপনার প্রতিক্রিয়া কী?

ইমরুল কায়েস : আমার কোনো প্রতিক্রিয়া নেই।

প্রশ্ন : আপনার কী মনে হয়, এদিক থেকে আপনার ভাগ্যটা খারাপ?

ইমরুল কায়েস : ভাগ্য তো খারাপ, এ আর নতুন কি।

প্রশ্ন : আপনার কাছে কখনো মনে হয়েছে আপনি অবেহেলিত?

ইমরুল কায়েস : অবহেলিত বলতে পারব না, হয়তোবা টিমে প্রয়োজন মনে করে না, তাই বাদ দেয়। অবহেলিত বলতে পারব না।

প্রশ্ন : বিসিবি সভাপতি বলেছেন, আয়ারল্যান্ড সিরিজে খারাপ করলে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে। এক্ষেত্রে আপনি কী আপনার সুযোগ দেখছেন, আপনার কী মনে হয়?

ইমরুল কায়েস : আমার কাছে তো অনেক কিছুই মনে হয়, আমার মনে হলে তো হবে না। আমি প্রিপেয়ার থাকব খেলার জন্য। যদি সুযোগ আসে তাহলে ভালো খেলার চেষ্টা করব।

প্রশ্ন : আপনার জেলার ভক্তরা মানববন্ধন করেছে আপনাকে দলে নেওয়ার দাবিতে। আপনার সঙ্গে তারা কেউ যোগাযোগ করেছিল?

ইমরুল কায়েস : ভক্তরা ইমোশন থেকে করছে। আমার ভক্ত যারা আছে তারা আবেগ থেকে করছে। তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি।

 

সূত্র দৈনিক আমাদের সময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.