222380

বিশ্বকাপের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন ক্যাপ্টেন মাশরাফি

ডেস্ক রিপোর্ট : দরজায় কড়া নাড়ছে ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। দ্বিতীয়বারের মতো ক্রিকেটের বড় মঞ্চে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। গত আসরে দলকে নেতৃত্ব দিয়ে দলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন তিনি।

তবে এই আসরে মাশরাফির সার্বিক ভূমিকায় এসেছে পরিবর্তন। আগে ছিলেন শুধুই দলের অধিনায়ক। এখন দেশের একজন অভিভাবকও বটে। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ জাতীয় নির্বাচনে জয়লাভ করে দেশের নীতি-নির্ধারকদের একজন হিসেবে কাজ করছেন। ফলে ক্রিকেটের ফাঁকে নিজের এলাকার জন্যও সময় বের করতে হয়।

ক্রিকেটের ফাঁকে তাই সংসদ সদস্যের দায়িত্বটাও পালন করতে হয় মাশরাফিকে। এরই অংশ হিসেবে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে নড়াইল জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় বসেছিলেন মাশরাফি। সেখানে সবার কাছে দোয়া চেয়েছেন বিশ্বকাপগামী দলের জন্য।

মাশরাফি বলেন- ‘আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলতে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারি।’

এবারের বিশ্বকাপে বাংলাদেশ অন্যান্য দলগুলোর মতই ৯টি ম্যাচ খেলবে। তার আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে টাইগাররা। সেই সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি।

পাঠকের মতামত

Comments are closed.