222006

বন্ধ হয়ে যাচ্ছে শচীনের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়াম, চিন্তিত ভারত বোর্ড

ডেস্ক রিপোর্ট : ১৯৭৫ সালে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিজস্ব একটি ভেন্যু করার পরিকল্পনা থেকেই ওয়াংখেড় স্টেডিয়াম তৈরি করা হয়েছিল। কিন্তু যে জায়গায় স্টেডিয়াম তৈরি করা হয়, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে ৫০ বছরের জন্য ইজারা নিয়েছিল এমসিএ। সেই চুক্তি শেষ হয়েছে ২০১৮ সালে।

চুক্তি নবায়ন না করায় মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) নোটিস পাঠিয়েছে মহারাষ্ট্র সরকার। বকেয়া এবং লিজ বাবদ প্রাপ্য ১২০ কোটি টাকা দেওয়ার জন্য। না দিলে ওয়াংখেড় স্টেডিয়ামে বন্ধ করে দেয়া হবে।

গত ১৬ এপ্রিল মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে এমসিএকে নোটিস দেয়। সেখানে বলা হয়েছে ঐতিহ্যবাহী স্টেডিয়ামের লিজ বাবদ পাওনা পরিশোধ করতে। এর ব্যতিক্রম হলে যেন স্টেডিয়াম খালি করে দেয়া হয়। যুগান্তর

পাঠকের মতামত

Comments are closed.