221352

বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপের ট্রফি উন্মোচন করলেন স্পিকার শিরিন শারমিন

ডেস্ক রিপোর্ট : আগামীকাল সোমবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট। জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্ট শুরুর একদিন আগে অর্থাৎ আজ ট্রফি উন্মোচন করা হলো। রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বঙ্গমাতা গোল্ডকাপের ট্রফি উন্মোচন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

ছয় দেশের নারীদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’তে তাজিকিস্তান, মঙ্গোলিয়া, লাওস ও গ্রুপ ‘বি’তে স্বাগতিক বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান।

ঘরের মাঠের এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২২ এপ্রিল সোমবার উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে মৌসুমির দল।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৬ এপ্রিল শুক্রবার কিরগিজস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টর প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

টুর্নামেন্টটির সম্প্রচার স্বত্ব পাওয়া আরটিভি ও নাগরিক টিভি দেশ ও দেশের বাইরে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.