221126

এই গেইলই বিক্রি হচ্ছিলেন না আইপিএলে!

অনলাইন সংস্করণঃ- এবারের আইপিএল নিলামে বিক্রিই হচ্ছিলেন না ক্যারিবীয় দানব ক্রিস গেইল। কিন্তু দল পেয়ে যখন মাঠে নামা শুরু করেছেন তখন থেকেই দেখিয়ে চলেছেন নিজের রুদ্রমূর্তি। গত আইপিএলে নিজের ব্যাট কথা বলেনি বলে এবারও কথা বলবে না এমনটা তো হতে পারে না। তাই তো ব্যাটকে নিজের ভাষা বোঝাচ্ছেন ঠিকঠাক মতো। চলতি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আগুন ঝরানো ইনিংস খেলছেন।

আজও মাঠে নেমে দেখিয়েছেন ক্যারিবীয় ঝড়। দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান তুলেছে পাঞ্জাব। সেখানে ওপেনিংয়ে নেমে ৩৭ বলে ৬৯ রান করেছেন গেইল।

এই ম্যাচসহ চলতি আইপিএলে মোট ৯টি ম্যাচ খেলেছেন। সেখানে তার গড়া স্কোরগুলো- ৭৯, ২০, ৪০,৫, ১৬, ৬৩, ৯৯*, ৩০ ও ৬৯। প্রায় ৫৩ গড়ে সর্বমোট ৪২১ রান। ডেভিড ওয়ার্নারের ৪৫০ এর পরে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও গেইল। যেখানে ৩৬টি চারের পাশাপাশি ৩১বার বড় ছক্কা হাঁকিয়ে বল সীমানা ছাড়া করেছেন।

বিশ্বকাপের আগে এই পারফর্ম যে কোনও দলের জন্যই ভয়ের কারণ হবে। কেননা গেইল খেললে সেদিনটা অন্য দলের হয় না কখনো।

 

সূত্র আমাদেরসময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.