221165

আইপিএল অভিষেকটা হয়েই গেলো হাবিবুল বাশারের!

ডেস্ক রিপোর্ট : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হলো হাবিবুল বাশারের। অবশ্য খেলোয়াড় হিসেবে নয়, ধারাভাষ্যকার হিসেবে। শনিবার রাজস্থান রয়্যাল ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির অন্যতম নির্বাচক।হাবিবুলের আগে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা ছিল না। আইপিএল দিয়েই তাই ধারাভাষ্যে অভিষেক হলো তার এ কথা বলাই যায়।

ভারতীয় চ্যানেল স্টার জলসা মুভিজ আইপিএলের বাংলা ধারাভাষ্য প্রচার করছে। হাবিবুল সাত দিন আইপিএলে বাংলা ধারাভাষ্য দেবেন বলে জানা গেছে। হাবিবুলের আগে এবার স্টার জলসা মুভিজে বাংলায় ধারাভাষ্য দিয়েছেন বাংলাদেশের আরেক সাবেক ক্রিকেটার আতাহার আলি খানও।

হাবিবুল বাশার ৫০টি টেস্ট, ১১১টি ওয়ানডে খেলেছেন। টেস্টে ৩০২৬ ও ওয়ানডেতে ২১৬৮ রান তার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক বলা হয় হাবিবুলকে।তার নেতৃত্বে ১৮টি টেস্টে ১টি জয় ও ৪টি ড্র বাংলাদেশের। বাংলাদেশের প্রথম টেস্ট জয়টি ছিল হাবিবুলের নেতৃত্বে। আর ৬৯ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ২৯টিতে জয় এনে দিয়েছেন হাবিবুল।

পাঠকের মতামত

Comments are closed.