220928

তামিমের প্রশ্নে বিপাকে সাংবাদিক, তুমুল তর্ক ! (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : বিশ্বে ক্রিকেট যে শুধু ক্রিকেটারদেরেই পেশা তা নয়, এটাকে পেশা হিসেবে বেচে নেয় সাংবাদিকরাও। এই পেশাদারিত্বের মাধ্যমে ক্রিকেটারদের বার্তা মানুষদের পৌঁছে দেন তারা। অনেক সময় এই সাংবাদিকদের কারণে ক্রিকেটারদের অনেক সময় বিপদে পড়ে যান খেলোয়াড়রা। তবে সাংবাদিকদের কৌতূহলী আচরণে কখনও কখনও বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ক্রিকেটাররা। তবে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব থেকে কোনো বিষয় এড়িয়ে যাওয়ারও সুযোগ নেই।

এ নিয়ে বেসরকারি টেলিভিশন একাত্তর’র একটি অনুষ্ঠানে আলাপচারিতায় তামিমের বুদ্ধিদীপ্ত প্রশ্নোত্তর প্রশংসিত হয়েছে। একাত্তর টেলিভিশনের সাংবাদিক শামসুল আরেফিনকে তামিম প্রশ্ন করেন, ‘এই যে আপনারা আজব আজব নিউজ করেন, এর রহস্যটা কী?’ শামসুর উদাহরণ চাইলে তামিম বলেন, ‘উদাহরণ দিতে চাইলে আপনিই বিপদে পড়ে যাবেন।’

এ সময় রসিকতা করে তামিম বলেন, ‘এই যে মানুষদের আপনারা বিপদে ফেলে দেন, এর রহস্যটা কী?’ এ সময় শামসুর ‘বাস্তবতা থেকে নিউজ করি’ বললেও তামিমও মজার ছলে এমন দাবি উপেক্ষা করেন। হাথুরুসিংহের কোচিংকালে তামিমকে নিয়ে একটি বিতর্কের প্রসঙ্গ টেনে নিজের অবস্থান পরিস্কার করেন তামিম।

একাত্তর টেলিভিশনের জন্য তামিম ইকবালের সাক্ষাৎকার ধারণ করার সময় এই ভিডিও ক্লিপ গ্রহণ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ইতোমধ্যে ছড়িয়ে পড়ায় এ নিয়ে রসিকতা করা হচ্ছে। কেউ কেউ আবার তুলে ধরছেন ক্রিকেটারদের সাথে স্পোর্টস সাংবাদিকদের মধুর সম্পর্কও।

প্রসঙ্গত, আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে তামিম এখন প্রস্তুত হচ্ছেন, ঝরাচ্ছেন ঘাম। বিশ্বকাপে তার ব্যাট হাসলে হাসবে গোটা বাংলাদেশ, এতে কোনো সন্দেহ নেই।

https://youtu.be/eO91qmLybIo

পাঠকের মতামত

Comments are closed.