220797

৪ উইকেট নিয়ে ফেরার বার্তা তাসকিনের

অনলাইন সংস্করণঃ- বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার খবরটা খুব হতাশা হয়ে এসেছিল তাসকিন আহমেদের জন্য। কান্নায় ভেঙে পড়েছিলেন। জাতীয় দলে আবার ফেরার প্রত্যয়ও ছিল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে দারুণ বোলিং করে সেই বার্তাই দিলেন ডানহাতি এই পেসার।

চোট কাটিয়ে খেলায় ফিরলেও নিজের সেরাটা যেন খুঁজে পাচ্ছিলেন না তাসকিন। চলতি লিগে এর আগে খেলা একমাত্র ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৫ ওভারে ৩৬ রান দিলেও কোনো উইকেট পাননি। দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরলেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।

সাভারে বিকেএসপির তিন নম্বর স্টেডিয়ামে দোলেশ্বরের বিপক্ষে শুক্রবার ৯ ওভারে ৫৪ রানে নিয়েছেন ৪ উইকেট। বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের হয়ে খেলা অপর পেসার মোহাম্মদ শহীদও। ৯ ওভারে ৩৫ রানে তিনটি উইকেট নেন তিনি।

তাসকিন ও শহীদের বোলিংয়ের সামনে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি দোলেশ্বর। ৪৫ ওভারে ২০৫ রানে গুঁড়িয়ে যায় তারা। দলের পক্ষে ৯৫ বলে ছয় চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন সৈকত আলি।

রূপগঞ্জের অন্য বোলারদের মধ্যে ভারতীয় পেসার ঋষি ধাওয়ান নিয়েছেন দুই উইকেট।

 

সূত্র দেশ রূপান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.