220666

অবসর পেলে কিংবা ভ্রমণে গেলে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ সালাহ

ডেস্ক রিপোর্ট : সাম্প্রতিক সময়ের আলোচিত ফুটবলার মিশরের মোহাম্মদ সালাহ। ফুটবলে তার দেশ মিশর অখ্যাত হলেও নিজের পারফর্ম্যান্স দিয়ে ইউরোপীয় ফুটবলে নিজের একটা আলাদা অবস্থান তৈরি করেছেন সালাহ।

গত চ্যাম্পিয়ন লিগের ফাইনালে সার্জিও রামোসের বাজে ট্যাকলে আঘাত পেয়ে লিভারপুলের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবারও তার দল ফাইনালের লড়াইয়ে ঠিকঠাক এগোচ্ছে।

এখন কথা হলো এই তারকা ফুটবলারের অবসর কিভাবে কাটে? মুসলিম সম্প্রদায়ের হওয়ায় তার সম্পর্কে জানাার আগ্রহ পৃথিবীর সব ভক্তদের। বিভিন্ন মিডিয়ার সরবরাহকৃত ছবি যাচাই-বাছাই করে দেখা গেছে মোহাম্মদ সালাহ অবসরে মুসলিমদের ধর্মগ্রন্থ আল কুরআন নিয়ে ঘোরেন এবং তেলোয়াত করেন।

বিবিসির এক সংবাদে জানা যায়, সালাহ একজন নিবেদিত মুসলিম। তাই ধর্মচর্চায় কোনো রাখঢাক করেন না। নানা ধরনের ধর্মীয় আচার পালন করতে দেখা যায় তাকে। মাঠে হরহামেশা এর প্রমাণ মেলে।

সালাহ একজন মুসলমান এবং তিনি নিয়মিত কুরআন পড়েন। এটাই তার নিত্য নৈমিত্যিক অভ্যাস। সালাহ মুসলমান এটা জানলেও হয়ত এ তথ্যটা আপনার জানা ছিল না।

প্রতিপক্ষের জালে বল জড়িয়েই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেজদাহে অবনত হন, দুই হাত তুলে মোনাজাত করেন। খেলা শুরুর আগেও দোয়া করেন। যেখানে যান সঙ্গে রাখেন পবিত্র কোরআন।

সেটি কোনো বিমান ভ্রমণ বা যাতায়াত বা অন্য কাজের ফাঁকেই হোক। কিছু দিন আগে সালাহ জানান, আমার শরীরে কোনো ট্যাটুর চিহ্ন নেই। আমি কখনও হেয়ারস্টাইল পরিবর্তন করি না। আমি জানিও না কীভাবে নাচতে হয়।

এরই মধ্যে ম্যাচ খেলতে বিমানে ভ্রমণকালে সালাহর কোরআন পড়ার ছবি প্রকাশ পেয়েছে। প্রকাশিত হয়েছে কোনো জায়গায় যাওয়ার সময় তার হাতে পবিত্র ধর্মগ্রন্থটির ছবিও। চাউর হয়েছে, অবসর পেলেই কোরআন পড়েন তিনি। আমাদের সময় ডটকম

পাঠকের মতামত

Comments are closed.