220356

যাকেই নেওয়া হোক, ‘যদি-কিন্তু’ থাকবেই : তামিম

অনলাইন সংস্করণঃ- আসন্ন ২০১৯ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই দল নিয়ে ‘নানা মুনির নানা মত’। কারো পছন্দ হয়েছে, আবার কারো পছন্দ হয়নি। বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবালের মতে- যেমন দলই ঘোষণা করা হোক না কেন তা নিয়ে বিভিন্ন মহলের কানাঘুষা থাকেই।

আজ বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্বকাপ স্কোয়াডের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তামিম ইকবাল বলেন, ‘আমার কাছে মনে হয় যেই স্কোয়াডই দেওয়া হোক না কেন, যেই প্লেয়ারকেই নেওয়া হোক না কেন, সবারই কিছু না কিছু ‘যদি-কিন্তু’ থাকবে। কিছু পছন্দ অপছন্দ থাকবে। এটাই নিয়ম। স্কোয়াড রেডি করা খুব সহজ বিষয় না।’

বিশ্বকাপ স্কোয়াডের ব্যাখ্যা দিতে গিয়ে তামিম বলেন, ‘অবশ্যই এখানে কিছু প্লেয়ার আছে যারা খুব ভালো পারফর্ম করেছে কিন্তু সুযোগ হয়নি। আবার এমনো প্লেয়ার আছে যারা খুব ভালো করেছে এবং তাদের সুযোগও হয়েছে।’

কেমন দল হয়েছে এসব আলোচনা না করার আহ্বান করে তামিম বলেন, ‘আমার মনে হয় এখন কে থাকা উচিত ছিল বা কে থাকলে ভালো হতো, এই আলোচনা না করে যেই ১৫ জনকে সিলেক্ট করা হয়েছে তাদের পুরোপুরি ব্যাক করা। দিন শেষে এটা বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। অমুকের জায়গায় অমুক থাকলে ভালো হত, এমন কিছু করলে হবে কি, যারা সুযোগ পেয়েছে তারা মন ছোট করবে। আমরা চার বছর অপেক্ষা করেছি বিশ্বকাপের জন্য। এখন মন ছোট না করে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা উচিত।’

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তামিম বলেন, ‘কতদূর যাওয়া সম্ভব এটা আমি বলতে পছন্দ করি না। কারণ ১০টা দল বিশ্বকাপ খেলছে। কোনো দল অংশগ্রহন করার জন্য খেলছে না। সবাই যাচ্ছে জেতার জন্য। আমরাও যাচ্ছি জেতার জন্য। এটাই মাথায় রেখে যে আমরা জিততে চাই। যদি আমি বলি শুধু অংশগ্রহণ করার জন্য যাচ্ছি তাহলে যাওয়ার কোনো মানেই হয় না। আমার কথা হলো- আমরা পারি বা না পারি, আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা জিততে পারি। এই বিশ্বাসটা নিয়েই আমাদের যেতে হবে।’

বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে এ বাঁহাতি ওপেনার বলেন, ‘মানসিকভাবে প্রস্তুত হওয়া বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় হবে কি, আপনি ৫০ দিন অনুশীলন করেছেন, কিন্তু আপনি মানসিকভাবে প্রস্তুত না, তাহলে ওই ৫০ দিন আপনাকে খুব বেশি সাহায্য করবে না। আমরা ভাগ্যবান যে আমরা ইংল্যান্ড যাচ্ছি অনেক আগেই। একটা ত্রিদেশীয় সিরিজ খেলছি আয়ারল্যান্ডের সাথে। যদিও আয়ারল্যান্ডের উইকেট ও ইংল্যান্ডের উইকেটে অনেক পার্থক্য রয়েছে। এক না। অনেক বড় তফাৎ আছে। ওই কন্ডিশনে থাকব, আমি নিশ্চিত আমরা সবটা আদায় করে নিতে পারব।’

 

সূত্র দৈনিক আমাদের সময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.