220277

বিশ্বকাপের দল ঘোষণা করলো স্বাগতিক ইংল্যান্ড

অনলাইন সংস্করণঃ- নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার, ভারত, বাংলাদেশের পর চতুর্থ দল হিসেবে ২০১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ইয়ন মরগ্যানকে। যেখানে জায়গা হয়নি উইন্ডিজ বংশদ্ভুত তরুন পেসার জোফরা আর্চারের।

আসন্ন ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে আইসিসির বেধে দেওয়া ২৩ এপ্রিলের মধ্যেই দল ঘোষণা করতে হবে সকল অংশগ্রহণকারী দেশকে। যার ধারাবাহিকতায় এবার দল ঘোষণা করলো অন্যতম ফেবারিট স্বাগতিক ইংল্যান্ড।

বিশ্বকাপে বলা যায় তারুণ্য নির্ভর দল গড়েছে ইংলিশরা। যেখানে অভিজ্ঞ মরগ্যান,বাটলার, বেয়ারস্টোদের সাথে জায়গা পেয়েছেন তরুন পেসার টম কুরান, মার্ক উডরা। এছাড়াও চমক দিয়ে দলে জায়গা পেয়েছেন জো ডেনলি।

তবে আলোচনায় আসা আর্চার বিশ্বকাপের প্রাথমিক দলে না থাকলেও রয়েছেন পাকিস্তান ও আয়াল্যান্ড সিরিজে। আর প্রাথমিক দল দিলেও মুলত পাকিস্তান সিরিজের পরই স্কোয়াড চুড়ান্ত করবে ইংলিশরা।

বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক দল:

জনি বেয়ারস্টো, জেসন রায়, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জোস বাটলার, মঈন আলী, ক্রিস ওয়াকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, মার্ক উড, অ্যালেক্স হেলস, টম কোরান, জো ডেনলি, ডেভিড উইলি।

 

সূত্র বিডি জার্নালঃ

পাঠকের মতামত

Comments are closed.