220175

আবেগী ইমরুলের না বলা কথা ভেসে উঠলো ফেসবুক স্ট্যাটাসে

বিশ্বকাপের গত দুই আসরে খেলেছেন ইমরুল কায়েস। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন। ২০১৮ সালে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চার নম্বরে থাকলেও অভিজ্ঞ এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানকে বাদ দিয়েই ১৬ এপ্রিল, মঙ্গলবার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও একবার ভাগ্যকে পাশে পেলেন না ইমরুল। যার জেরে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর থেকেই সমর্থকদের মধ্যে গুঞ্জন, তবে কি ক্রিকেটকেই বিদায় বলে দিবেন জাতীয় দলের হয়ে প্রায় এক যুগ ধরে ক্রিকেট খেলে যাওয়া কায়েস!

না, এখনই হাল ছাড়ছেন না ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। দল ঘোষণার পরদিন অর্থ্যাৎ ১৭ এপ্রিল, বুধবার সকালে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন তিনি।

যেখানে ইমরুল জানিয়েছেন, এখনই অবসর নিয়ে তার কোনো ভাবনা নেই। শুধু তাই নয়, যখনই সুযোগ পাবেন তখনই বাংলাদেশ ক্রিকেটকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করবেন এই ব্যাটসম্যান।

Ame akta jenis koidin jabot lokkho korsi Amaka neya onak a post koracen Ame naki Cricket theke Retire kortace..ata sotii amar jonoo onak dukkhojanok ai news gulo.amar 11 years international cricket career a ami sob somoy desh o desher manus k valo kisu deyar try koresi kokhono allah ar rohomote successful hoyesi abr bartho o hoyesi ,tobe jode Bangladesh cricket a 1% o kisu dite peray thake to ami nijeke sarthok mone kori.Cricket Amr valobasha ami World Cup squad theke bad por…
See More

এদিন সকালে নিজের অফিশিয়াল পেজ থেকে ভক্তের আঁকা একটি ছবি পোস্ট করেছেন ইমরুল। ক্যাপশনে লিখেছেন, ‘আমি একটা জিনিস কয়দিন যাবৎ লক্ষ্য করছি, আমাকে নিয়ে অনেকে পোস্ট করছেন আমি নাকি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি! এটা সত্যি আমার জন্য অনেক দুঃখজনক এই খবর গুলো। আমার ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আমি সব সময় দেশ ও দেশের মানুষকে ভালো কিছু দেয়ার চেষ্টা করছি! কখনও আল্লাহর রহমতে সফল হইছি আবার ব্যর্থও হইছি। তবে যদি বাংলাদেশ ক্রিকেটে ১%ও কিছু দিতে পেরে থাকি,তো আমি নিজেকে স্বার্থক মনে করি। ক্রিকেট আমার ভালোবাসা, আমি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছি তার মানে এই না যে ক্রিকেট ছেড়ে দিবো। আমার সামনে যখনই সুযোগ আসবে বাংলাদেশ ক্রিকেটকে কিছু দেওয়ার আমি সর্বাত্মক চেষ্টা করবো। সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার সকল ভক্ত ও হেটার্সদের!!

এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে এনামুল হক বিজয়ের বদলি হিসেবে বিশ্বকাপ খেলেছিলেন কায়েস। ২০১৮ এশিয়া কাপেও বাংলাদেশের দলে পরিবর্তন এনে ইমরুল কায়েসকে দলে নেওয়া হয়েছিলো। জাতীয় দলের হয়ে ৭৮টি ওয়ানডে ম্যাচ খেলে ৩২.০২ গড়ে চার সেঞ্চুরি এবং ১৬টি ফিফটির সাহায্যে বিডি টুডে

পাঠকের মতামত

Comments are closed.