219843

প্যারিসের ৮৫০ বছরের পুরনো গির্জায় আগুন (ভিডিও)

অনলাইন ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে অন্যতম আকর্ষণ অবস্থিত ৮৫০ বছরের পুরনো নটর ডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় সোমবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

কর্তৃপক্ষ ধারণা করছে, ভবনটিতে মেরামত কাজের সময় এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে। প্যারিসের মেয়র আন্নে হিদালগো এটিকে ভয়ঙ্কর আগুন বলে বর্ণনা করেছেন। তিনি সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলেছেন।

ক্যাথলিক ওই গির্জার একজন মুখপাত্র বলেছেন, এখন পুরো ভবনটিই জ্বলছে। প্রতিবছর লাখ লাখ পর্যটক প্যারিসের নটর ডেম ক্যাথেড্রাল পরিদর্শন করেন। গত বছর নান্দনিক এই প্রচীন স্থাপত্যটির ভেতরের পলেস্তরা খসে পাথর বেরিয়ে আসতে দেখা যায়। মূলত তার পরই এটির সংস্কার কাজ শুরু হয়।

এর আগে, গত চলটি বছরের ৫ ফেব্রুয়ারি প্যারিসের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আট জন নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও ২৬ জন।

পাঠকের মতামত

Comments are closed.