219402

৯৯ রান করেও সেঞ্চুরির খাতায় নাম ওঠালেন গেইল!

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২৮তম ম্যাচে আজ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১ রানের জন্য শতক হাতছাড়া করেছেন ক্রিস গেইল। তবে প্রথম ব্যাটসম্যান হিসেবে এদিন টি-টোয়েন্টিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার শতকের রেকর্ড গড়েছেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।

শনিবার (১৩ এপ্রিল) মোহালিতে টস হেরে ব্যাটিংয়ে নামে গেইলের দল কিংস ইলেভেন পাঞ্জাব। শুরু থেকেই আরসিবির বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন গেইল। নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ায় দারুণ খেলতে থাকা এই ব্যাটসম্যান ৯৯ রানে অপরাজিত থেকে যান। তার ৬৪ বলের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ৫টি ছক্কায়।

আজকের ইনিংসটিকে তিন অঙ্কের সংখ্যায় নিয়ে যেতে না পারলেও আরেক পরিসংখ্যানে তিন অঙ্কের রেকর্ড গড়েছেন গেইল। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে শতক ও অর্ধশতকের সংখ্যা তিন অঙ্কে নিয়ে গিয়েছেন তিনি। যার মধ্যে তার শতক ২১টি ও অর্ধশতক ৭৯টি।

ক্রিস গেইল আইপিএলে শতক হাঁকিয়েছেন ৬টি ও অর্ধশতক ২৬টি। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়েও ২টি শতক করেছেন তিনি। ক্যারিবিয়ান জার্সিতে স্বঘোষিত এই ইউনিভার্সাল বসের অর্ধশতকের সংখ্যা ১৩টি।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক ৭৩টি শতক ও অর্ধশতকের মালিক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তিনিও সম্প্রতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শতক হাঁকিয়েছেন। তার মোট শতকের সংখ্যা ৭টি এবং অর্ধশতক ৬৬টি।

এই তালিকায় তৃতীয় নামটি হল বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক ও আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলপতির ব্যাট থেকে শতক ও অর্ধশতক এসেছে মোট ৬৩টি। যার মধ্যে শতক ৪টি।

সাবেক ব্ল্যাকক্যাপ অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের শতক ও অর্ধশতকের সংখ্যা কোহলির থেকে একটি কম, ৬২টি। সাবেক এই কিউই ক্রিকেটার শতক হাঁকিয়েছেন ৭টি।

এই তালিকায় সেরা পাঁচে আছেন আরেকজন অজি ব্যাটসম্যান, অ্যারন ফিঞ্চ। বর্তমানে অস্ট্রেলিয়ার স্বল্প ওভারের ম্যাচের অধিনায়কের শতক সংখ্যা ৬ ও অর্ধশতক ৫৩টি। মোট ৫৯টি।

একনজরে সর্বোচ্চ শতক ও অর্ধশতকের মালিকের তালিকা:

১. ক্রিস গেইল- ১০০টি।
২. ডেভিড ওয়ার্নার- ৭৩টি।
৩.বিরাট কোহলি- ৬৩টি।
৪. ব্রেন্ডন ম্যাককালাম- ৬২টি।
৫. অ্যারন ফিঞ্চ- ৫৯টি।
সূত্র : ক্রিকটাইম

পাঠকের মতামত

Comments are closed.