219385

বিয়ের অনুষ্ঠানের দিনেই গুরুত্বপূর্ণ ম্যাচ, বড় ঝামেলায় পড়েছেন মুমিনুল হক

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান মুমিনুল হকের বিয়ে হয়ে গেছে কিছু দিন আগেই কিন্তু আগামী ১৯ এপ্রিল বিয়ের অনুষ্ঠান হবে। কিন্তু এই নিয়ে বিপাকে পড়েছেন লিটল মাস্টার। বিয়ের অনুষ্ঠানের দিনেই চলমান ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগে (ডিপিএলে) ম্যাচ পড়েছে এই বাঁহাতি ব্যাটসম্যানের দল লিজেন্ডস অব রূপগঞ্জের। মুমিনুল ঐদিন ম্যাচ না রাখার অনুরোধ জানালেও তার অনুরোধ রাখা হয়নি।

এদিকে বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণ পর্ব সম্পন্ন। এই অবস্থাতে ডিপিএলের এবারের আসরে রূপগঞ্জের হয়ে খেলা বাঁহাতি এ ব্যাটসম্যান সিসিডিএমের কাছে অনুরোধ জানিয়েছিলেন যেন ১৯ তারিখে তার দলের ম্যাচ রাখা না হয়। কিন্তু ওইদিনই প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গুরুতপূূর্ণ ম্যাচ আছে লিজেন্ডস অব রূপগঞ্জের।

কোচ, সতীর্থ ও ক্রিকেট সংশ্লিষ্ট কাছের সব ব্যক্তিদের বিয়েতে নিমন্ত্রণ জানিয়েছেন তিনি। বর্তমানে ঢাকায় অবস্থানরত জাতীয় দলের সব ক্রিকেটারেরই উপস্থিত থাকার কথা এই বিয়েতে। সিসিডিএমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ মাহমুদ বলেন যে মুমিনুল ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছিলেন ১৯ এপ্রিল ম্যাচ না রাখার জন্য। কিন্তু একজন ক্রিকেটারের জন্য এমন সিদ্ধান্তে যেতে পারেনি সিসিডিএম।

ডিপিএলের এই আসরে দারুণ খেলছে মমিনুলদের লিজেন্ডস অব রূপগঞ্জ। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবেই সুপার লিগে পা দিয়েছে তারা। দলের সাথে সাথে দারুণ ফর্মে আছেন মুমিনুলও। জাতীয় দলের সাথে নিউজিল্যান্ডে থাকায় ডিপিএলের প্রথম তিনটি ম্যাচ খেলতে পারেননি। ৮ ম্যাচে তিনি করেছেন ৩২৫ রান ব্যাটিং গড় ৫৪.১৬। বিয়ের জন্য প্রাইম দোলেশ্বরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলা হবে না তার সেই নেিয় আছে সংশয়। আমাদের সময় ডটকম

পাঠকের মতামত

Comments are closed.