219375

খ্যাতির বিড়ম্বনা কাকে বলে সেটাও দেখলেন আগের ম্যাচের হিরো জোসেফ

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে প্রথমবারের মত খেলতে এসে নিজের প্রথম ম্যাচেই তারকা বনে গেছেন উইন্ডিজের আলজারি জোসেফ। আগের ম্যাচেই হিরো হওয়া জোসেফ মুদ্রার উল্টো পিঠটা দেখলেন। রাজস্থান রয়্যালসের ইংলিশ ওপেনার জস বাটলার তাকে দেখালেন খ্যঅতির বিড়ম্বনা কি রকম হয়। জোসেফের করা তৃতীয় ওভারে টানা ৪টা চারের সাথে ২ ছক্কায় তুলে নিয়েছেন ২৮ রান। মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠে রাজস্থান ম্যাচটাও জিতেছে ৪ উইকেটের ব্যবধানে।

২০০৮ সাল থেকে শুরু হওয়া ক্রিকেটের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটির প্রথম আসরেই রাজস্থানের হয়ে খেলতে নামা পাকিস্তানি পেসার সোহেল তানভীর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ১৪ রান খরচায় তুলে নেন ৬ উইকেট। যা আইপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার হয়ে ছিলো। কিন্তু চলতি বছরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই সোহেল তানভীরের রেকর্ডকে অতীত করে দিয়েছেন জোসেফ।

২৩ বছর বয়সী এই পেসার সানরাইজার্স হায়দ্রাদের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে মাত্র ৩ ওভার চার বলে ১২ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়ে গড়েন নতুন রেকর্ড। জোসেফের এই বোলিং ফিগার শুধু আইপিএল ইতিহাসই নয়, সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টিতেই অষ্টম সেরা বোলিং ফিগার। ম্যাচে জোসেফ ভেঙেছেন ২০১৭ সালে গুজরাট লায়নের হয়ে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে অজি বোলার অ্যান্ড্রু টাই এর অভিষেকে ১৭ রানে নেওয়া ৫ উইকেটের রেকর্ডটাও।

মাঝে এক ম্যাচ বাদে আজ নিজের তৃতীয় ম্যাচে মুদ্রার উল্টো পিঠটা দেখতে হলো তাকে, জোসেফকে রীতিমত মাটিতে এনে নামালেন জস বাটলার। আগে ব্যাট করে মুম্বাইয়ের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য টপকাতে নেমে আজ শুরু থেকে মারমুখী ছিলেন রাজস্থানের এই ইংলিশ ওপেনার, যার ঝড়টা একটু বেশিই গেছে জোসেফের উপর দিয়ে। ম্যাচে ইনিংসের ১৩ তম ওভারে নিজের তৃতীয় ওভার বল করতে আসেন জোসেফ, যেখানে আগের দুই ওভারে দিয়েছিলেন ২৫ রান।

ক্যারিবিয়ান এই বোলারের করা ওই ওভারটা ছয়ের মার দিয়ে শুরু করেন বাটলার, শেষটাও করেছেন ৬ দিয়েই। মাঝে চার বলে গুনে গুনে মেরেন টানা ৪টি চার। এতেই তুলে নিয়েছেন ২৮ রান। ম্যাচে মাত্র ৩ ওভার বল করে ৫৩ রান দিয়ে উইকেট শূন্য থেকেছেন আলজারি জোসেফ। বাটলার অবশ্য জোসেফের করা ওই ওভারের পরেই ফিরেছেন ৮৯ রান করে। সমান ৭টার চার-ছয়ে ৪৩ বলে খেলা ধ্বংসাত্মক এই ইনিংসটির পর বাটলার ফিরে গেলেও পরবর্তীতে ৪ উইকেটের জয় পায় তার দল রাজস্থান রয়্যালসের। ক্রিকেট নাইন্টি সেভেন

পাঠকের মতামত

Comments are closed.