219503

আমাদের কলুষিত সমাজে ধর্ষিতার কোনো বয়স লাগে না, বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা

অনলাইন সংস্করণঃ- একজন নারী যখন রাষ্ট্রের কাছে বিচারের জন্য যায় তখন সে জায়গাটিকে নিরাপদ মনে করেই যায়। কিন্তু সে জায়গাটি আসলে নারীবান্ধব নয় বলে মন্তব্য করেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার রাতে নিউজ টোয়েন্টিফোরের জনতন্ত্র-গনতন্ত্র অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সম্প্রতি মাদ্রাসা ছাত্রী নুসরাতের ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন, শুধু নুসরাতই নয়, প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটে। কিন্তু সামনে আসে কম। কারণ ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক বাধার কারণে অনেকে চুপ থাকে। সাহস করে কিছু বলতে পারে না। নুসরাতের ঘটনাটি দেখলেই বোঝা যায়, পুলিশ তার সাথে কি আচরণ করেছে। তার ঘটনা ভিডিও করেছে। সুতরাং এটা স্পষ্ট রাষ্ট্রের কাছে যখন বিচারের জন্য যাওয়া হয়, সে জায়গাটি আসলে নারীবান্ধব নয়। যে কারণে একটি গাড়ো মেয়েকে সারারাত ধরে শুধু মাত্র একটি অভিযোগ দায়েরের জন্য চার থেকে পাঁচটি থানায় ঘুরতে হয়েছিলো। আসলে আমাদের সমাজ কাঠামোটাই পুরুষতান্ত্রিক। শুরুতেই আমরা ধরে নেই এটা আসলেই মেয়েটি এবং তার পরিবারের জন্য বিড়ম্বনা। ভিকটিম মেয়েটির হাশকাস দেখে একসময় তার পরিবার থেকে নিরস্ত করা হয়। পরবর্তীতে সে যদি তার পরিবারের বাধা অতিক্রম করেও তখন সমাজ তার দিকে আঙ্গুল তুলে কথা বলে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও মেয়েটির ছবি ইত্যাদি বড় করে দেখানো হয়। আর এসবের পিছনে মিডিয়া একটি বড় রোল প্লে করে।

তিনি আরও বলেন যে দেশে ৯৪ শতাংশ নারী গনপরিবহনে কোনো না কোনো ভাবে যৌন নির্যাতনের শিকার হয়, পারিবারিক নির্যাতনের শিকার হয় ৮৮ শতাংশ। সেখানে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কি সেটা সহজেই অনুমেয় এবং গুরুত্বপূর্ণ।

রুমিন ফারহানা বলেন, আমাদের সমাজের যে ভয়াবহ চিত্র দেখা যায় সে ভয়ঙ্কর নির্মমতা একদিনে তৈরি হয়নি। একটা মেয়ে যখন নির্যাতনের শিকার হয় তখন তাকেই উল্টো নানান ধরণের প্রশ্নের মুখোমুখি হতে হয়। বলা হয় তাকেই কেন এই পরিস্থিতির মুখে পড়তে হলো। প্রশ্ন ওঠে মেয়েটির পোশাক নিয়ে, চলাফেরা নিয়ে। আসলে আমাদের মানসিকতা এমন এত ভয়ঙ্করের দিকে যাচ্ছে যেখানে ধর্ষণের জন্য নারীর কোন বয়স লাগে না। পাঁচ মাসের শিশু থেকে বয়স্ক নারী পর্যন্ত, কেউ বাদ যাচ্ছে না।

মাজের চিত্র দেখলেই বোঝা যায় সর্ম্পকগুলো আর আগের মত নেই , বিশ্বাস, শ্রদ্ধা বলতে কিছু নেই। থাকবেই বা কি করে, যেখানে বাবা, চাচার দ্বারা মেয়ে ধর্ষিত হচ্ছে , শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করছে। তিনি মিডিয়া এবং ইন্টারনেটকেও কতকাংশে দায়ী করেন এজন্য।

 

সূত্র আমাদেরসময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.