218825

আইপিএলে শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি জয় পেলেন ধোনি

রুদ্ধশ্বাস বললেও কম বলা হয়। বৃহস্পতিবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে চেন্নাই ও রাজস্থানের ম্যাচ কার্যত পেন্ডুলামের মতো দুলল। কখনও ম্যাচ চেন্নাইয়ের পক্ষে, তো পরক্ষণেই ম্যাচ চলে যাচ্ছিল রাজস্থানের দিকে।

শেষপর্যন্ত শেষ হাসি হাসলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর দল চেন্নাই জিতে নিল এবারের আইপিএলের আরও একটি ম্যাচ। একই সঙ্গে ব্যাক্তিগত রেকর্ডও করে ফেললেন ধোনি। আইপিএলে অধিনায়ক হিসেবে তিনি ১০০ তম ম্যাচ জিতলেন।

ধোনিকে অবশ্য তাঁর ভক্তরা ফিনিশার হিসেবেই চেনেন। এদিন যখন ২৪ রানে চেন্নাইয়ের চার উইকেট পড়ে যায়। তার পর সেই ভূমিকাতেই তাঁকে দেখা যাচ্ছিল। ব্যাট হাতে অধিনায়কোচিত ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে যোগ্যসঙ্গত করেন অম্বতি রায়াডু।

রায়াডু ৫৭ রান করে যখন আউট হন, তখনও লক্ষ্য থেকে অনেকটাই দূরে চেন্নাই। তার পর শেষ ওভারে ১৮ রান দেখে অনেকের মনে হয়েছিল আজ হয়তো জয় পাবে না ধোনির দল। সেখান থেকে ৪ বলে ৮ রান বাকি ছিল।

কিন্তু শেষ ওভারের তৃতীয় বলে আউট হয়ে যান ধোনি। তিনি করেন ৫৮ রান। তখনও আশা ছিল রাজস্থানের। কিন্তু শেষবলে ছয় মেরে সেই আশায় জল ঢালেন চেন্নাইয়ের মিচেল স্ট্যানার। চার উইকেটে ম্যাচ জিতে নিল ধোনি ব্রিগেড।

বৃহস্পতিবার ম্যাচ ছিল রাজস্থানের জয়পুরে। টসে ধোনিই জিতেছিলেন। ব্যাট করতে পাঠিয়েছিলেন রাজস্থানকে। তাঁর দল শুরুও করেছিল দুর্দান্তভাবে। রাজস্থানের ব্যাটসম্যানদের সেভাবে এদিন ক্রিজে দাঁড়াতেই দেননি দীপক চাহার-শার্দুল ঠাকুররা।

ক্রিজে জমে ওঠার আগেই একের পর ফিরেছেন রাজস্থানের ব্যাটসম্যানরা। দাপট দেখিয়েছিল। দীপক চাহার, শার্দুল ঠাকুর ও মিচেল স্ট্যানার, রবীন্দ্র জাদেজারা। দীপক, শার্দুল ও জাদেজা দুটি করে উইকেট নেন। স্ট্যানার তুলে নেন একটি উইকেট।

রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করেন বেন স্টোকস। তাঁর স্কোর ২৮। ২০ ওভার শেষে রাজস্থানের রান দাঁড়ায় ১৫১। টি-২০-তে যা তাড়া করে জেতা এমন কিছু কঠিন নয়।

কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর লড়াইয়ে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে চেন্নাই। ৫.৫ ওভারে মাত্র ২৪ রানের মধ্যে চলে যায় চারটি উইকেট। তখন মনে হচ্ছিল রাজস্থানের কাছে আত্মসমর্পণ করবে চেন্নাই। কিন্তু ফিনিশার ধোনি আবারও জয় নিয়ে এলেন দলের জন্য। জিনিউজ

পাঠকের মতামত

Comments are closed.