218641

বিশ্বকাপের আগে ইনজুরিতে মুস্তাফিজ

অনলাইন সংস্করণঃ- বিশ্বকাপের আগে ইনজুরির মিছিল শুরু হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিনের পর এবার সেই তালিকায় যোগ হলো মুস্তাফিজুর রহমানের নাম। বুধবার শাইনপুকুরের হয়ে অনুশীলনের সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান তিনি। তবে চোটটা গুরুতর নয়। বিশ্বকাপ খেলা নিয়ে কোনো শঙ্কা নেই কাটার মাস্টারের। তবে মুস্তাফিজের চোট হালকা হলেও এ ব্যাপারে সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। তাকে দুই সপ্তাহের পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে।

নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার পর বিশ্রাম নিয়ে ফিরেছিলেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে। প্রথম ম্যাচেই শাইনপুকুরের জার্সিতে দ্যুতি ছড়ান। দারুণ বোলিংয়ে তুলে নেন ৩ উইকেট। বৃহস্পতিবার মিরপুরে খেলাঘরের বিপক্ষে মাঠে নামার কথা ছিল তার। চোটের কারণে ম্যাচটি খেলা হয়নি তার।

চোটের পরপরই এক্স-রে করান মুস্তাফিজ। বৃহস্পতিবার সেই রিপোর্ট হাতে আসে। সেটি দেখে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, মুস্তাফিজের এক্স-রে করা হয়েছে। রিপোর্ট ভালো। আপাতত সে কিছু দিন বিশ্রামে থাকবে। আমরা একটু সাবধানে এগোব। মোটামুটি দুই সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে।

 

সূত্র বিডি জার্নালঃ

পাঠকের মতামত

Comments are closed.