218585

বাংলাদেশের যে ছবিটি দেখে উৎফুল্ল হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক আইসিসি

সদ্য প্রকাশিত হয়েছে উইজডেন বর্ষসেরা পুরষ্কার। সে তালিকায় প্রথম হয়েছে ভারতের বিরাট কোহলি। এই বর্ষসেরা ছবির তালিকায় দ্বিতীয় হয়েছে বাংলাদেশের একটি ছবি। একটি ডকইয়ার্ডের পাশে তোলা ঐ ছবিতে কয়েকটি কিশোর ক্রিকেট খেলছিল। ছবিটি তুলেছিলেন সৈয়দ মাহাবুবুল কাদের।

আইসিসির অফিসিয়াল ফেসবুক পেইজে ছবিটি শেয়ার করে এর সাথে জুড়ে দেওয়া হয়েছে একটি বিবরণী ক্যাপশনও। ঐ ছবিতে শামস আরএনবি নামে এক সমর্থক মন্তব্য করেন, ‘আমরা ক্রিকেট ভালোবাসি। ক্রিকেট আমাদের আবেগ। ধন্যবাদ আইসিসি।’

মোহাম্মদ আসিব নামের এক ক্রিকেট ভক্ত লিখেন, ‘আমরা ক্রিকেট ভালোবাসি এবং ক্রিকেট খেলুড়ে জাতিদের সম্মান করি। একসাথে থাকলে আমরা ক্রিকেটকে অনেক সুন্দর খেলায় রুপায়ন করতে পারি।’

মামুর রশিদ নামের পাকিস্তানি এক ভক্ত মন্তব্য করেন, ‘সেরা ছবি। পাকিস্তান থেকে ভালোবাসা।’

রিক নামের এক ভারতীয় ভক্ত লিখেন, ‘বাংলাদেশ তোমাকে অনেক ভালোবাসি। ভারত থেকে ভালোবাসা নিও।’

এই প্রতিবেদনের লেখার সময় এক ঘণ্টায় ঐ ছবিতে অর্ধ-সহস্র মন্তব্য ও এক হাজার শেয়ার পড়েছে। ১২ হাজার মানুষ মন্তব্য ছাড়া তাদের অনুভুতি জানিয়েছেন ছবিটিতে।

পাঠকের মতামত

Comments are closed.