217549

শেষবারের মতো এফডিসিতে টেলি সামাদ, চতুর্থ জানাজা সম্পন্ন

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। শনিবার (৬ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পারি জমান গুনী এই অভিনেতা।

মৃত্যুর পর শনিবার ধানমন্ডিতে প্রথম জানাজা, রাজাবাজার দ্বিতীয় নামাজের জানাজা ও মগবাজার দিলু রোডে তৃতীয় অনুষ্ঠিত হয়। এরপর আজ শক্তিমান এ অভিনেতার চতুর্থ জানাজার নামাজ এফডিসিতে দুপুর সাড়ে ১২টায় সম্পন্ন হয়।

এফডিসির জহির রায়হান কালার ল্যাব এর সামনে সকাল সাড়ে দশটায় টেলি সামাদের মৃতদেহ আনা হয়।

এসময় জানাজায় উপস্হিত ছিলেন তথ্য সচিব আব্দুল মালেক, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার,অমিত হাসান,সম্রাট,অঞ্জনা,ফকির আলমগীর,ইলিয়াস কাঞ্চন আলীরাজ, ফারুক, নাসরিন ।

জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হচ্ছে মুন্সিগঞ্জের তার নিজ গ্রাম নয়াগাওতে। সেখানে পারিবারিক গোরস্হানে তাকে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

টেলি সামাদ দীর্ঘ দিন ধরে খাদ্যনালীতে সমস্যা ও ফুসফুসের সমস্যাজনিত নানা রোগে ভুগছিলেন। আমাদের সময় ডটকম

পাঠকের মতামত

Comments are closed.