217499

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গণঅনশন করবে আজ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এরপরই তার চিকিৎসাকে কেন্দ্র করে তার মুক্তির জন্য নতুন কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । তিনি জানান, রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এই গণঅনশন কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, গণ-অনশন কর্মসূচির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে। পূর্বনির্ধারিত সময়েই গণ-অনশন কর্মসূচি পালন করা হবে।

এদিকে শনিবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সারা দেশের জেলা ও মহানগর গুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদ- দেন আদালত। এরপরে তিনি এ মামলায় জামিন পান। তবে বিভিন্ন সময়ে নতুন নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে বন্দি রাখা হয়। তবে এখন শোনা যাচ্ছে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে। বিষয়টি সামনে আসাতেই বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। আমাদের সময় ডটকম

পাঠকের মতামত

Comments are closed.