217540

এই গরমে তরমুজের লেমোনেড বানিয়ে শরীরটাকে ঠান্ডা করুন

গরম পড়তে শুরু করেছে। এই গরমে আপনাকে প্রশান্তি এনে দিতে পারে তরমুজের লেমোনেড। এটা তৈরি করাও সহজ। দেখে নিন কিভাবে তরমুজের লেমোনেড তৈরি করবেন-

উপকরণ
তরমুজের টুকরা – ৩ কাপ, চিনি- আধা কাপ, পুদিনা পাতা- কয়েকটি, ঠাণ্ডা পানি- ১ কাপ, লেবুর রস- আধা কাপ।

প্রস্তুত প্রণালি
ব্লেন্ডারে তরমুজ ও চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। ছাঁকনি দিয়ে ছেঁকে একটি জারে ঢেলে নিন তরমুজের রস। এবার লেবুর রস, পুদিনা পাতা ও ঠাণ্ডা পানি দিয়ে দিন। চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিন সবগুলো উপকরণ। বরফের টুকরা, লেবুর স্লাইস ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে তরমুজের লেমোনেড পরিবেশন করুন। আরটিভি অনলাইন

পাঠকের মতামত

Comments are closed.