216187

রাসূল (সা.) এর কবর যিয়ারতে কী পড়বেন?

অনলাইন সংস্করণঃ- রাসূল (সা.) এর স্মৃতিবিজরিত মদীনার মসজিদে নববীতে ভ্রমণ যেকোন ভ্রমণকারীর মনেই নিয়ে আসে অন্যরকম এক শান্তির পরশ। সেখানে রাসূল (সা.) এবং তার দুই সাথীর কবরের পাশে দাঁড়ানোর আনন্দ ও তৃপ্তির সাথে অন্যকিছুরই কোন তুলনা হয় না। মদীনায় মসজিদে নববীতে উপস্থিত হওয়ার পর একটি গুরুত্বপূর্ণ আদব হল রাসূল (সা.) এর কবর যিয়ারত করা। রাসূল (সা.) এবং তার দুই সাথীর কবরের সামনে দাঁড়ানোর পর যিয়ারতকারী প্রথমে রাসূল (সা.) এর কবরের দিকে লক্ষ্য করে বলবে, “আসসালামু আলাইকা আইয়ুহান নাবীয়ু ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাত” (হে রাসূল, আপনার প্রতি শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।)।

আবার কেউ যদি অতিরিক্ত বলতে চায় তবে বলতে পারে, “আসসালামু আলাইকা ইয়া খালীলুল্লাহ ওয়া আমীনাহু আলা ওহী ওয়া খাইরাতাহু মিন খালিকি, আশহাদু আন্না ক্বাদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানাহ ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া জাহাদাতা ফিলল্লাহি হাক্কা জিহাদিহি।” অর্থ, হে আল্লাহর বন্ধু, আপনার প্রতি সালাম, যার প্রতি তিনি তার ওহীর আমানত রেখেছেন, যাকে তিনি তার সৃষ্টি থেকে বাছাই করে নিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি যথাযথভাবে (ওহীর) বাণী পৌছে দিয়েছেন, আমানত রক্ষা করেছেন, উম্মাহকে আন্তরিক উপদেশ দিয়েছেন এবং আপনার সমগ্র প্রচেষ্টাকে আল্লাহর পথে সর্বোচ্চভাবে ব্যবহার করেছেন।

তবে কেউ যদি প্রথম বাক্যটিই বলতে পারে, তবে তাই তার জন্য যথেষ্ট হবে। অতপর সে হযরত আবু বকর (রা.) এর কবরের দিকে লক্ষ্য করে বলবে, “আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালামু আলাইকা ইয়া খলীফাতি রাসূলুল্লাহ।” (হে আবু বকর, আপনার প্রতি সালাম, হে আল্লাহর রাসূলের খলীফা আপনার প্রতি সালাম।)। অতপর সে হযরত উমর (রা.) এর কবরের দিকে লক্ষ্য করে বলবে, “আসসালামু আলাইকা ইয়া উমর, আসসালামু আলাইকা ইয়া আমীরুল মুমিনিন।” (হে উমর, আপনার প্রতি সালাম, হে মুমিনদের নেতা, আপনার প্রতি সালাম।)।

রাসূল (সা.) এর মসজিদে তার কবরের সামনে যখন কেউ দাঁড়াবে, তখন পূর্ণ পবিত্রতা ও আদবের সাথে দাঁড়াবে। কোন প্রকার উচ্চবাচ্য করবেনা। আবার তার কাছে কোন কিছুর জন্য দোয়া করা থেকে বিরত থাকতে হবে। নিম্নস্বরে যথাযথ আদবের সাথে রাসূল (সা.) এবং তার দুই সাথীর কবর যিয়ারত করে ফিরে আসবে।

রাসূল (সা.) বলেছেন, “তোমাদের ঘরগুলোকে কবর করোনা এবং আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করোনা। তবে আমার প্রতি দরুদ পড়। তোমরা যেখানেই থাকো, তোমাদের দরুদ আমার কাছে পৌছানো হবে।” (আবু দাউদ)। আল্লাহ আমাদের রাসূল (সা.) এর কবর যিয়ারতে যথাযথ আদব বজায় রাখার তৌফিক দান করুন।

 

সূত্র ইসলামি বর্তাঃ

পাঠকের মতামত

Comments are closed.