215819

সকাল ১০টা থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৫৫০জন

সকাল ১০ টা থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এ সময়ে সকল ধরণের কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ পরীক্ষায় ৫১টি ও পত্র ১০১টি এ জন্য ২১০০ টি প্রশ্নপত্র তৈরি করা হয়েছে।
শিক্ষামন্ত্রী আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন।

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মোট শিক্ষার্থীর সংখ্যা-১১ লাখ ৩৮ হাজার ৫৫০জন, এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের মোট শিক্ষার্থীর সংখ্যা-৭৮ হাজার ৪৫১জন, কারিগরি শিক্ষা বোর্ডের মোট শিক্ষার্থীর সংখ্যা-১ লাখ ২৪ হাজার ২৬৫জন, মোটকেন্দ্র সংখ্যা-২ হাজার ৫৮০টি, কক্ষ পরিদর্শক ১ লাখ ৩ হাজার ২০০জন, মোট শিক্ষক ১ লাখ ২০ হাজার জন। আমাদের সময় ডটকম

পাঠকের মতামত

Comments are closed.