215645

লাইবেরিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে রাজপথে লাখো মানুষের বিক্ষোভ

আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকার পদত্যাগের দাবিতে আলজিয়ার্সের রাস্তায় বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ।

গত ছয় সপ্তাহ ধরে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে চলা অস্থিরতার মধ্যে শুক্রবার সবচেয়ে বড় বিক্ষোভ হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পাথর ছুঁড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং রাবার বুলেট ছোড়ে।

গত কয়েক সপ্তাহ ধরে চলা এই অস্থিরতার অবসান ঘটাতে এগিয়ে এসেছে দেশটির সেনাবাহিনী। তারা দায়িত্ব পালনে প্রেসিডেন্ট বুতেফলিকাকে অযোগ্য ঘোষণা করার আহ্বান জানিয়েছে।

সেনাবাহিনীর এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দেশটির সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন এবং ক্ষমতাসীন জোট সরকারের শরিক ন্যাশনাল র্যালি ফর ডেমোক্রেসি (আরএনডি)।=

প্রসঙ্গত, প্রেসিডেন্ট বুতেফলিকা’র সমালোচকরা তাঁকে বলেন ‘জীবন্মৃত’। ২০১৩ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি কার্যত পক্ষাঘাতগ্রস্ত। বয়স ৮২ বছর হলেও পঞ্চমবারের মতো নির্বাচনে অংশ নিতে চান তিনি।

বিশ্লেষকরা বলছেন, আলজেরিয়ার গুরুত্বপূর্ণ তিনটি পক্ষ এক হওয়ায় তার ক্ষমতায় থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

পাঠকের মতামত

Comments are closed.