215621

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য মসজিদের মাইকে আহ্বান

কুমিল্লার মেঘনা উপজেলে পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রে যেতে মসজিদের মাইকে ভোটারদের আহ্বান করা হয়।

রবিবার উপজেলার রাধানগর এলাকার মসজিদের মাইকে সকাল সাড়ে ৯টায় এ আহ্বান জানানো হয়।

মাইকে এ বলা হয়, মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আপনারা সবাই কেন্দ্রে ভোট দিতে যান।
এদিকে মুগারচর কেন্দ্রে এসে বেলা ১০ টায় দেখা যায়, ভোটার উপস্থিতি তেমন নেই। কেন্দ্রের ভোটারের খালি সারিতে এক শিশু মনের আনন্দে লাঠিম খেলছে।

সকালে এ কেন্দ্রের সামনে নৌকা প্রতীক ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, এ কেন্দ্র নৌকার সমর্থকরা আনারস প্রতীকের ভোটারদের ভোট দিতে বাধা প্রদান করছে।

প্রিজাইজিং অফিসার তানভীর আহমেদ জানান, কেন্দ্রের ভেতরে এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। তবে ভোটার উপস্থিতি কম। এ কেন্দ্র ৩৫২৩ জন ভোটার। বেলা ১০ টা পর্যন্ত তিনশত থেকে কিছু কম ভোট পড়েছে। বিডি প্রতিদিন

পাঠকের মতামত

Comments are closed.