215811

এবার ডেমরায় ফায়ার সার্ভিস অফিসে আগুন

ডেস্ক রিপোর্ট  : রাজধানীর ডেমরায় ফায়ার সার্ভিস অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডেমরায় তিতাস গ্যাসের মেইন লাইন লিক হয়ে আগুনের সূত্রপাত হয়। রবিবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ডেমরা ফায়ার সার্ভিস অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ১ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে স্থানীয়রা হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খরর দেন। পরে ঘটনাস্থলে ডেমরা ফায়ার সার্ভিসের টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তিতাস গ্যাস ও বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে লাগে। পরবর্তীতে কন্ট্রোল রুমের খবরে আদমজী, ফতুল্লাসহ বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসে। দীর্ঘ এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন গাউছিলা মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার ( ৩১ মার্চ) দিবাগত মধ্যরাতে এ আগুন লাগার ঘটনা ঘটে। সোমবার রাত সাড়ে ১২টায় এ খবর লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছিল। সময়নিউজ বিস্তারিত আসছে…

পাঠকের মতামত

Comments are closed.