215592

ইসরায়েলি সেনাদের গুলিতে শহীদ হলেন ২১ বছরের টগবগে যুবক মোহাম্মদ সা‘দ

ইসরায়েলি সেনাদের গুলিতে গাজা সীমান্তে এক ফিলিস্তিনি তরুণ শহিদ হয়েছেন৷ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার স্থানীয় সময় সকালে গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের গুলিতে মোহাম্মদ সাদ নামে ২১ বছর বয়সি ঐ তরুণ নিহত হয়৷

ইসরায়েলের গাজা সীমান্ত বন্ধ করে দেয়ার প্রতিবাদে গত এক বছর ধরে সীমান্তে গণ-প্রতিবাদ করে আসছে ফিলিস্তিনের আন্দোলনকারীরা৷ আন্দোলনের এক বছর পূর্তিতে আজ শনিবার ( ৩০ মার্চ) বিক্ষোভকারীরা সীমান্তে আন্দোলন শুরু করার কয়েক ঘণ্টা আগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে৷

ডয়চে ভেলে বার্তা সংস্থা এপির বরাত দিয়ে জানিয়েছে, ২০০৭ সালে হামাস এর হাতে গাজার নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর গাজা সীমান্ত বন্ধ করে দেয় ইসরাইল ও মিশর৷ সীমান্ত বন্ধ করে দেয়ার এ ঘটনায় ফিলিস্তিনের অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়৷

এপির প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়েছে যে, সীমান্ত বন্ধ করে দেয়ার পর গাজায় খাবার পানি ও বিদ্যুতের চরম সংকট দেখা দেয়৷ এ অবস্থা চলতে থাকলে গাজা খুব দ্রুতই ‘অবাসযোগ্য’ হয়ে পড়বে বলে সতর্ক করে জাতিসংঘ৷

এদিকে, সীমান্ত খুলে দেয়ার দাবিতে গত এক বছর ধরে গণ-প্রতিবাদের আয়োজন করছে হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার আন্দোলনকর্মীরা৷ প্রতি সপ্তাহের শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত তারা সীমন্তে প্রতিবাদ জানায়৷

এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাদের হাতে অত্যন্ত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে একাধিক বার্তাসংস্থা জানিয়েছে৷ এ সময়ে দু’জন ইসরায়েলি সেনা সদস্যও নিহত হয়েছে বলেও জানা গেছে৷

শনিবারের এ ঘটনা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে বিব্রতকর অবস্থায় ফেলেছে৷ দেশটির জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ ঘটনা হামাসকে নিয়ন্ত্রণে নেতানিয়াহুর সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে৷

গত এক সপ্তাহ ধরেই ইসরাইল-ফিলিস্তিন সীমান্তে অস্থিরতা বিরাজ করছে৷ গত সপ্তাহে তেল আবিবে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রকেট হামলা চালানো হলে বেশ কয়েকজন আহত হয়৷ প্রতিবাদে পাল্টা হামলা চালায় ইসরাইল৷ আওয়ার ইসলাম

পাঠকের মতামত

Comments are closed.