215203

যে কারণে বাড়ছে যৌন অপরাধ

অনলাইন সংস্করণঃ- মদ্যপান শরীরের জন্য মারাত্নক ক্ষতিকর তা জেনেও অনেকেই এই নেশায় আসক্ত হয়ে পড়ছে। যার মধ্যে রয়েছে নানা বয়সের মানুষ। এখন কিশোর বয়সেও অনেকেই মদের নেশায় বুদ।

একটি জরিপ বলছে মদ্যপান এবং যৌনতা একে অন্যের সঙ্গে যুক্ত। কিশোর বয়সেই যৌন সম্পর্ক স্থাপনের একটা প্রবণতা অনেকের মধ্যেই এখন দেখা যায়। এর সঙ্গে মদ্যপানে আসক্তি জড়িয়ে রয়েছে বলে জানা গেছে বিভিন্ন জরিপের মাধ্যমে।

এমনকি অল্প বয়সেই মদের নেশা ধরে ফেলায় ১৩ বছরের কিশোর-কিশেোরীর মধ্যেও অপরাধ প্রবণতা দেখা দিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজবিদরা।

অল্পবয়সেই মদ্যপানে আসক্তি যৌন অপরাধ বাড়িয়ে তুলছে। ১৩ বছরের আগেই যদি কেউ মদ খেতে শুরু করে, তাহলে নাবালক বয়সে যৌন অপরাধ করা বা যৌন অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা ৪ গুণ বেড়ে যায় বলে এই জরিপে জানানো হয়েছে।

তাই কিশোর কিশোরীদের প্রতি বাবা-মার আরো বেশি নজর রাখা প্রয়োজন। মদ্যপানের আসক্তি অল্প বয়সেই ধরে গেলে তা জীবনে নানা সমস্যা ডেকে আনতে পারে।

 

সূত্র বিডি জার্নালঃ

পাঠকের মতামত

Comments are closed.