214556

মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করল ভারত

অনলাইন সংস্করণঃ- প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। বুধবার ‘অ্যান্টি-স্যাটেলাইট’ ক্ষেপণাস্ত্র বা কৃত্রিম উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। জাতির উদ্দেশ্যে ভাষণে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার সকালে মাত্র তিন মিনিটে একটি স্যাটেলাইট ধ্বংস করা হয়েছে। এই সাফল্যে ভারতের বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এই সাফল্যের মাধ্যমে বিশ্বের প্রথম সারির কয়েকটি দেশের তালিকায় জায়গা পেল ভারত। এতদিন পর্যন্ত এই ক্ষমতা কেবলমাত্র যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের হাতে ছিল। ভারত বিশ্বের চতুর্থ দেশ, যারা এই সাফল্যের অধিকারী হল।

ভারতের এই প্রজেক্টের নাম ছিল ‘মিশন শক্তি’। ৩০০ কিলোমিটার দূরে থাকা স্যাটেলাইট ধ্বংস করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, এই অভিযানে কোনও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করা হয়নি। এতে কোনও দেশের কোনও ক্ষতি করা ভারতের উদ্দেশ্য নয় বলেও জানানো হয়েছে।

 

সূত্র জাগোনিউজ২৪ঃ

পাঠকের মতামত

Comments are closed.